Arabul Islam Says Workers Not Involve In Any Clash With Isf – ‘মারপিট করতে না করেছি…’, ISF নিয়ে ‘ভোলবদল’! শান্তির বার্তা আরাবুলের


তিনি আরাবুল ইসলাম (Arabul Islam)। রাজ্য রাজনীতিতে ‘ডাকাবুকো’ নেতা হিসেবেই পরিচিত ভাঙড়রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সম্প্রতি ভাঙড়ে তৃণমূল-আইএসএফ বিবাদ তুঙ্গে ওঠার পর ‘গরমাগরম’ বক্তব্য জন্য সংবাদ শিরোনামে থেকেছেন আরাবুল। কখনও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ‘পিঠের চামড়া’ তুলে নেওয়ার হুঁশিয়ারি, কখনও হাত পা ভেঙে দেওয়ার হুমকি, আরাবুলকে এভাবেই দেখতে অভ্যস্ত বঙ্গবাসী। কিন্তু ভোট ঘোষণা হতেই সেই আরাবুলের মুখে এবার অন্য সুর।

Saokat Molla : ‘তৃণমূল ছাগল কিনবে কিন্তু কোনও পাগলকে না’, নওশাদকে আক্রমণ শওকতের
ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুলের জানিয়েছেন, ভোটের জন্য মারপিট করার কোনও দরকার নেই। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়। ভাঙড়ের মাঝেরহাট গ্রাম তৃণমূলের দেওয়াল দখল করার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্দে। তাৎপর্যপূর্ণভাবে এখানেই ভাড়া বাড়িতে থাকেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

স্থানীয় সূত্রে খবর পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর দেওয়াল দখল ঘিরে ভাঙড়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে। রবিবার তৃণমূলের দেওয়ালে শাসকদলের নাম মুছে দিয়ে ‘ভোট ফর আইএসএফ’ লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় নওশাদের দলকে দায়ী করেছে তৃণমূল।

TMC Vs BJP : ভাঙড়ে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! উত্তপ্ত এলাকা
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের অবস্থান থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আরাবুল বলেন, ‘একটা জায়গায় দেওয়াল দখল করে যদি আইএসএফের শান্তি হয়, তাহলে তারা সেটা করুক। আমার কাছে এই নিয়ে অভিযোগ এসেছে। আমাদের ছেলেরা তৈরি। কিন্তু আমি তাঁদের বলেছি মারপিট করার কোনও দরকার নেই। এটা ছোটো ঘটনা। এই ঘটনা নিয়ে গণ্ডগোলের সম্ভাবনা ছিল। কিন্তু আমি বলেছি তাঁদের, যে একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।’

Panchayat Election 2023 : ISF-কে মনোনয়নপত্র দেওয়ায় সরকারি কর্মীকে কিল-চড়! কাঠগড়ায় তৃণমূল
দেওয়াল দখলের অভিযোগ প্রসঙ্গে আইএসএফ নেতা আসাদুল মোল্লা বলেন, ‘২০২১ সালে আইএসএফের যে দেওয়ালগুলি ছিল, তা তৃণমূল দখল করে নিয়েছে। আমরা কোনও ঝামেলার মধ্যে জড়াতে চাই না। দেওয়াল দখলের রাজনীাতি আমরা করি না। কারণ মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। ২০২১ সালে যে দেওয়ালগুলি আমাদের ছিল, সেগুলি ব্যবহার করেই প্রচার করা হবে। তৃণমূল অভিযোগ নিয়ে কোনও কিছু যায় আসে না। বাড়িওয়ালার অনুমতি নিয়ে দেওয়ালে চুনকাম করা হয়েছ।’ উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনে ভাঙড়ে হারতে হয়েছিল তৃণমূলকে। একসময়ের গড় পঞ্চায়েতে পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। এখন সেখানকার পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *