Jhargram Weather: তীব্র দাবদাহে জ্বলছে মেদিনীপুর-ঝাড়গ্রাম, কবে আসবে স্বস্তি জানাল?আবহাওয়া দফতর – south bengal west medinipur and jhargram weather forecast of 12 june


সকাল হতেই প্রবল গরম। অস্বস্তিতে হাসফাস সারা বাংলা। ভোর পেরিয়ে বেলা গড়াতেই চাঁদিফাটা রোদ ও মাত্রাতিরিক্ত গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় জেলার মানুষের। দেশে ৮ জুন বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে কবে তা এসে পৌঁছবে সঠিক ভাবে বলতে পারছে না হাওয়া অফিস। তবে আপাতত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে তাপপ্রবাহের জেরে নাজেহাল মেদিনীপুর ও ঝাড়গ্রামের বাসিন্দারা।
ঝাড়গ্রামের আবহাওয়া

রাজ্যের উত্তরে বর্ষা প্রবেশ করলেও গরমে জ্বলছে দক্ষিণের বেশিরভাগ জেলা। রাঢ় অঞ্চলের শুষ্ক অসহ্যকর গরমে নাজেহাল জেলার বাসিন্দারা। বেলা বাড়তেই রাস্তায় বেরনো দায়। মুখ চোখ কাপড় দিয়ে ঢেকে বেরোলেও গরম হাওয়া যেন চামড়ায় ফোসকা ফেলে দিচ্ছে।

Heatwave Alert West Bengal: তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যের পশ্চিমের জেলাগুলি, কবে নামবে বৃষ্টি বাঁকুড়া-ঝাড়গ্রামে?

আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে ঝাড়গ্রামের মুক্তি নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় বিকেলের দিকে জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ক্ষণিকের জন্য হলেও মিলতে পারে স্বস্তি। তবে এখনই এই জেলা থেকে সরছে না তাপপ্রবাহের সতর্কতা। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সবর্নিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Darjeeling Weather: গন্তব্য পাহাড়? সঙ্গে ছাতা রাখবেন না হাত পাখা, জানুন

মেদিনীপুরের আবহাওয়ার খবর

গত সপ্তাহ দুয়েক ধরে লাগাতার জেলার তাপমাত্রা ৪০ পার। গরমে শুধু মানুষ নয় কুকুর-বিড়াল থেকে পাখি সহ সকলেরই প্রায় নাজেহাল অবস্থা। বেলা বাড়তেই দাবদাহের চোটে বাড়ির জানলা-দরজা বন্ধ করেও মিলছে না স্বস্তি।

জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি খুঁজছে মানুষ। কিন্ত, মেদিনীপুরের মানুষের জন্য কোনও স্বস্তির বার্তা দিতে পারল না হাওয়া অফিস। জুলাইয়ের আগে দক্ষিণবঙ্গে বর্ষার ঢোকার কোনও সম্ভাবনা নেই। তবে আপাতত সোমবার বিকেলের পর দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাতে সাময়িক স্বস্তি মিললেও দাবদাহ এখনই বন্ধ হবে না। জেলার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ও দুই বর্ধমান অব্যাহত থাকবে দাবদাহ ও তাপপ্রবাহ।

Kolkata Weather : সকাল থেকেই দু’এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়

প্রসঙ্গত, এদিনই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বঙ্গের উত্তরে পা রাখল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সাধারণত বর্ষা ঢোকে ৭ জুন। নির্ধারিত সময়ের ৫ দিন পরে এবছর বর্ষা এল উত্তরবঙ্গে। এর জেরে উত্তরের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে।

ঝমঝমিয়ে বৃষ্টি শহরজুড়ে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *