Locket Chatterjee : পাণ্ডুয়া BDO অফিসে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন BJP সাংসদ লকেট – bharatiya janata party leader locket chatterjee stopped by police at pandua block development office


মনোনয়ন জমা দেওয়ার কাজ তদারকিতে গিয়ে পাণ্ডুয়ায় পুলিশের বাধার মুখে BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ। তৃণমূল কংগ্রেসের ‘তাবেদারি’ করার জন্যেই তাঁকে আটকান হল বলে দাবি লকেটের। অন্যদিকে, মনোনয়ন কেন্দ্র ১ কিমি দূরত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই মোতাবেক বিজেপি সাংসদকে আটকানো হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

Locket Chatterjee : &amp#39;উনিই তো জনজোয়ারে জন লুট শেখাচ্ছেন…&amp#39;, অভিষেকের শান্তি বার্তাকে কটাক্ষ লকেটের
পাণ্ডুয়া বিডিও অফিসে ঢোকার মুখে বাধা দেওয়ার অভিযযোগ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।পুলিশ সাংসদকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়ান সাংসদ। বিডিও অফিসে মনোনয়ন জমা নেওয়া চলছে, তার এক কিলোমিটার এর মধ্যে ১৪৪ ধারা জারি করা রয়েছে তাই কোন গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে তা দেখতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়, তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ।

Locket Chatterjee : &amp#39;এমন দুর্নীতি করেছে যে স্ত্রী-শ্যালিকাকেও যুক্ত করেছে…&amp#39;, রুজিরাকে ED-র তলব প্রসঙ্গে অভিষেককে তোপ লকেটের
এরপরেই লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পাণ্ডুয়ার ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়কে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। যদিও পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। সাংসদকে ঢুকতে না দেওয়ার কোনও লিখিত পারমিশন আছে কিনা দেখতে চান লকেট। বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক। পরে বিডিওর অনুমতি পেয়ে পুলিশ তাঁকে ঢুকতে দেয়। সেখানে গিয়ে পাণ্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তী সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সাংসদ। এর আগে পোলবা বিডিও অফিসে গিয়ে মনোনয়ন পর্ব দেখেন লকেট চট্টোপাধ্যায়।

Hooghly News : &amp#39;কেউ আইনের উর্ধ্বে নয়…&amp#39;, শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের তৃণমূল বিধায়কের
সাংসদের অভিযোগ, এরা আটকাবার চেষ্টা করছে। সুস্থ সম্পূর্ণভাবে পঞ্চায়েত ভোট হোক। আগের ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়। এটা আমার সংসদ এলাকা, এখানে আমি আসতে পারি। একজন সাংসদকে ঢুকতে দিতে বাধা দিল। সব তৃণমূলের তাবেদারি করছে। ১৪৪ ধারা জারি থাকলেও আমি একাই এসেছি।
তবে বিষয়টি নিয়ে বিরোধিতা করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে সুপরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই বিডিও অফিসে এসেছিলেন লকেট। তিনি সদল বলে এসে বিডিও অফিসে ঢোকেন। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে কারণে আমরা বিজেপিকে সতর্ক করে দিতে চাইছি। তৃণমূলের নেতা-মন্ত্রীরা তাঁরা বিডিও অফিসে যাননি।

Panchayat Election 2023 : &amp#39;শুধু জোট না! একসঙ্গে আন্দোলন করতে হবে&amp#39;, বাম-কংগ্রেসকে পরামর্শ মান্নানের
অসিত চট্টোপাধ্যায়ের কথায়, “তিনি ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। ১৪৪ ধারা ভঙ্গ করে উনি ভেতরে ঢুকেছেন। লকেটের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।” বিষয়টি নিয়ে পাণ্ডুয়া বিডিও অফিসে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *