Panchayat Election 2023 : ফের মনোনয়ন জমায় বাধার অভিযোগ! রাস্তায় বসলেন সৌমিত্র খাঁ, ব্যাপক বিক্ষোভ বিষ্ণুপুরে – complaints of obstruction in submission of nomination in panchayat election 2023 soumitra khan sat on street in bishnupur


Bankura News : এই নিয়ে টানা তিনদিন। আবার রাস্তায় বসে আন্দোলন করতে দেখা গেল বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ’কে। মনোনয়ন পত্র জমা দিতে গেলে তৃণমূল কংগ্রেস কর্মী ও দুষ্কৃতীরা বাধা দিচ্ছে, এই অভিযোগ তুলে এবার রাস্তার উপর বসে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের BJP বিধায়ক হরকালী প্রতিহার।

সোমবার বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের উপর বাঘাজোল মোড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তাঁরা বসে পড়েন। সৌমিত্র খাঁ-র অভিযোগ, জয়পুর বিডিও অফিসে BJP প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছে।

Saumitra Khan : ‘এই সরকারের আমলে স্বচ্ছ নির্বাচন হওয়া অসম্ভব…’, ফের তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ তুলে ধরনায় সৌমিত্র খাঁ
তিনি বলেন, “এক তো তৃণমূলের গুণ্ডারা মনোনয়ন জমা করতে দিচ্ছে না, জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। সেই সঙ্গে BDO আমাদের ভুল ফর্ম দিচ্ছেন। যাতে করে মনোনয়ন জমা হলেও ভুলভ্রান্তির কারণে সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। বিরোধীদের সঙ্গে এই আচরনই করা হচ্ছে। পুলিশ প্রশাসনের এখানে কোনও ভুমিকা নেই। পুলিশই নেই এই এলাকায়। পুলিশ নেই তো কাজ হবে কি করে। জায়গায় জায়গায় যে ব্যারিকেড করা হয়েছে তা লোক দেখানো। ২০০, ৩০০ এমনকি ১০০০-এর মতো লোক নিয়ে এসে তৃণমূল BJP প্রার্থীদের ওপরে হামলা করছে, মনোনয়ন জমা করতে দিচ্ছে না। প্রশাসন পুরো ঠুঁটো হয়ে রয়েছে। আর রাজ্যটাকেও ঠুঁটো বানিয়ে রেখে দিয়েছে।”

এই নিয়ে টানা তিনদিন রাস্তায় বসে আন্দোলন করলেন সৌমিত্র খাঁ। তাঁর বক্তব্য, টানা চারদিন ধরে তাঁরা BDO অফিসের সামনে আন্দোলন করবেন, এরপর তাঁরা হাইকোর্টেও যাবেন।

Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক
তিনি আরও বলেন, “আসলে তৃণমূল জানে যে আমরা মনোনয়ন জমা করলেই ওরা ব্যাপকভাবে হারবে। তাই যে কোনও উপায়ে মনোনয়ন জমা করতে দিচ্ছে না।” এদিকে, রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তি ছড়াচ্ছে।

অশান্তির অভিযোগ শুনে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে চলেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য, দু’পক্ষকেই জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে এটি।

Panchayat Election 2023 : মনোনয়ন দাখিলের দ্বিতীয় দিনেও এগিয়ে BJP, পিছিয়ে শাসকদল তৃণমূল
এই ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য অশান্তিপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার পাশাপাশি এলাকা সরেজমিনে খতিয়ে দেখে মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *