Panchayat Election 2023 : বীরভূমে উলটপুরাণ! CPIM-এর মনোনয়নে ‘তদারকি’ তৃণমূলের কাজল শেখের – trinamool congress leader kajal sekh helps to submit nomination to cpim candidates at nanur


বীরভূমে উলটপুরাণ! CPIM প্রার্থীদের নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিলেন তৃণমূল নেতা। জেলায় অনুব্রত বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত কাজল শেখকে দেখা গেল অন্য ভূমিকায়। CPIM প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায় যাতে কোনও বাধাপ্রদান না দেওয়া হয়, তার জন্য তদারকি করলেন নিজেই। সোমবার নানুরের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা করালেন নিজে দাঁড়িয়ে থেকে। নানুর বিডিও অফিসে চলছে মনোনয়নপত্র জমা। সিপিএম প্রার্থীরা আজ মনোনয়ন পত্র জমা দিতে আসেন বিডিও অফিসে।

Panchayat Election 2023 : গণহত্যার স্মৃতি এখনও টাটকা! বগটুইয়ে BJP-র টিকিটে পঞ্চায়েতে লড়ছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা
সেখানে দেখা যায় এক অন্য ছবি। নানুরে তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ তিনি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন পত্র জমা করান সিপিএম প্রার্থীদের। কোনওরকম বাধা প্রদানের যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তার ব্যবস্থা করলেন তিনি নিজেই।
মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক অশান্তির খবর উঠে আসতে থাকে বিভিন্ন জেলা থেকে। বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে বলে সরব হয় বিরোধীরা। রবিবারের বিরতির পর সোমবার ফের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হতেই অশান্তির ছবি উঠে আসে পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলা থেকে।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দল বদলের হিড়িক, বীরভূমে কংগ্রেসের দখলে তৃণমূল কার্যালয়
গত শনিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে কড়া নির্দেশ দেন বিরোধীদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে কোনওরকম বাধাপ্রদান না করার জন্য। দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি তদারকি করার জন্যেও নির্দেশ দেন তিনি।

Miyazaki Mango: গাছে ১৫ কোটির আম! চিন্তায় ঘুম উড়েছে বীরভূমের বাসিন্দার, সুরক্ষা চাইতে থানার দ্বারস্থ
যদিও, সোমবারও এই নির্দেশের বিরূপ চিত্র লক্ষ্য করা যায় একাধিক জেলায়। পূর্ব বর্ধমান জেলায় সিপিএম ও তৃণমূলের খণ্ডযুদ্ধের কারণে আহত হন পুলিশ কর্মীরাও। এমত অবস্থায় পুরো উল্টো চিত্র লক্ষ্য করা গেল বীরভূম জেলায়। অনুব্রত গড় বলে পরিচিত নানুরে ভিন্ন চিত্র দেখতে পেল রাজ্য রাজনীতি।

Panchayat Election: ‘বিরোধীরা মনােনয়ন দিন’! মাইক হাতে অনুব্রতর ডানহাত!

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পর থেকেই বিরোধী শিবিরের নেতা কাজল শেখের দায়িত্ব বাড়তে থাকে জেলায়। এর আগে দলের প্রার্থীদের টিকিট বিলি নিয়েও সরব হয়ে দেখা যায় কাজল শেখকে। কোনও ‘ দাদা-দিদি’দের ধরে টিকিট এ বছর পাওয়া যাবে না বলে দলের কর্মীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় তাঁকে। এর মধ্যেই ভিন্ন চিত্র দেখা গেল নানুরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *