Panchayat Election 2023 : CPIM কর্মীদের বেধড়ক মারধর-পার্টি অফিস ঘেরাও, ধুন্ধুমার কাণ্ড মিনাখাঁয় – cpim workers allegedly beaten by trinamool congress workers at minakhan amid panchayat election nomination


ফের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি। এবার উত্তর ২৪ পরগনার জেলার মিনাখাঁয়। মিনাখাঁয় CPIM-এর পার্টি অফিস ঘেরাও করে রাখার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নমিনেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ। রণক্ষেত্র গোটা এলাকা। আক্রান্ত একাধিক CPIM কর্মী। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাঁশ-লাঠি দিয়ে সিপিএমের মনোনয়নপত্র দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগেরর তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় চূড়ান্ত উত্তেজনা গোটা এলাকায়। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Panchayat Election 2023 : ড্রোন উড়িয়ে মনোনয়ন কেন্দ্রের উপর নজরদারির অভিযোগ, BJP-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের বামন পুকুরে সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ তুললেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্রের। তিনি দাবি করেন, “আমাদের প্রার্থীরা যখন মিনাখাঁ বিডিও অফিসে নমিনেশন দিতে যায়, সেই সময় বাধাদেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদেরকে বাঁশ, লাঠি নিয়ে ভয় দেখিয়ে নমিনেশন জমা দিতে বাধা দেয়।”

Panchayat Election 2023 : CPIM-এর প্রার্থীর স্বামীর উপর হামলা! কুলতলির ঘটনায় চাঞ্চল্য
এরপর সিপিএম পার্টি অফিসে তাঁরা ফিরে আসলে দুষ্কৃতীরা তাঁদেরকে ঘেরাও করে রেখে দিয়েছে বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ হাজির হয়। যাতে সিপিএমের মনোনীত তবে পুলিশের তরফে প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারে তার সবরকম ব্যবস্থা করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা।

Panchayat Election 2023 : কংগ্রেস প্রার্থীর হাত থেকে মনোনয়নের কাগজ ছিনিয়ে নিল তৃণমূল! উত্তেজনা কাকদ্বীপে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএমের একাধিক কর্মী এই ঘটনায় আহত হন। একাধিক সিপিএম কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়।
সোমবারও নমিনেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে অশান্তি বজায় থাকল জেলায় জেলায়। এদিন দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমান জেলার বড়শুল এলাকা। সিপিএম এবং তৃণমূলের খণ্ডযুদ্ধের কারণে আহত হয় একাধিক পুলিশ কর্মী। মুর্শিদাবাদ জেলার ডোমকলেও সোমবার অশান্তি ছড়াতে দেখা যায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও একই ছবি দেখা গিয়েছে। সেখানেও তৃণমূলের কর্মী-সমর্থকদের লাঠিসোঁটা নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।

WB Panchayat Election 2023: অশান্তির আবহে বারাসতে শান্তিপূর্ণ মনোনয় জমা

একাধিক অশান্তির কারণে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র থেকে ১ কিমির মধ্যে ১৪৩ ধারা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি, কেউ যদি নমিনেশন তুলে নেয়, তার পর্যাপ্ত কারণ দর্শানোর জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধীদের যাতে চাপ দিয়ে নমিনেশন তুলিয়ে না দেওয়া না হয়, সে ব্যাপারে কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে কমিশনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *