ধারাবাহিক রামপ্রসাদের (Ramprasad Serial) হাত ধরেই বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী (Sabyasachi Chowdhury)। এর আগে তাঁর করা চরিত্র সাধাক বামাক্ষ্যাপা মানুষের মনে পাকা আসন করে নিয়েছিল। ফলে সেই প্রভাব খানিক ফিকে না হওয়া পর্যন্ত তিনি সামনে আসতে চাননি। এরই মধ্যে ব্যক্তিগত জীবনেও নানা উথাল পাথাল হয়েছে। তবে আজ যেন আরও বেশি স্থিতধী সব্যসাচী। রামপ্রসাদ তাঁকে মানুষের কতটা কাছে পৌঁছে দিচ্ছে?