জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কড়া শাস্তি পেলেন শুভমন গিল (Subhman Gill)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final 2023) আম্পায়ারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মেগা ফাইনালের দ্বিতীয় ইনিংসে তাঁর ক্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর দিনের খেলার শেষে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো-র (Richard Kettleborough) বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি। সেইজন্য তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নিল আইসিসি (ICC)।
রিচার্ড কেটেলব্রো-র একটি ভুল সিদ্ধান্তে মন খারাপ করে ওভালের বাইশ গজ ছাড়তে বাধ্য হলেন শুভমন। এবং টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার বিতর্কিত সিদ্ধান্তে মাঠ ছাড়তেই তোলপাড় হয়ে ওঠে ক্রিকেট দুনিয়া। আম্পায়ারের ভুলে শুভমন আউট হতেই গর্জে উঠেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), রবি শাস্ত্রী (Ravi Shastri), ওয়াসিম জাফররা (Wasim Jaffer)। এমনকি আইসিসি পর্যন্ত সেই মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছিল। এবার সেই আইসিসি-র কাছেই শাস্তি পেলেন শুভমন।
— ICC (@ICC) June 12, 2023
কিন্তু কীভাবে আউট হয়েছিলেন শুভমন?
ভারতের দ্বিতীয় ইনিংসের ৭.১ ওভারের ঘটনা। স্কট বোল্যান্ডের অফ স্টাপের বাইরে যাওয়া ডেলিভারি অতর্কিতে লাফিয়ে উঠতেই ব্যাট ছুইয়ে ফেলেন শুভমন। বল চলে যায় গালি পজিশনে থাকা ক্যামেরুন গ্রিনের হাতে। নিজের বাঁ-দিকে ডাইভ দিয়ে সেই বলকে প্রায় মাটি থেকে তুলে নেন অজি অলরাউন্ডার। অনফিল্ড আম্পায়ার অজি দলের আবেদনে সাড়া নিলেও, রিভিউ নেন শুভমন। তবে এতে লাভ হয়নি। মিনিট তিনেক রিপ্লে দেখার পরে শুভমনের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। যদিও রিপ্লে-তে দেখা যায় ক্যাচ ধরার মুহূর্তে বল মাটিতে ছুঁয়েছিল।
আর সিদ্ধান্তের পর শুভমন মাঠ ছাড়ার সঙ্গেই, তাঁর আউট হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে যায়। গর্জে ওঠেন বীরেন্দ্র শেহওয়াগ, রবি শাস্ত্রী, ওয়াসিম জাফররা।
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2023
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2023
শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় সটান বলে দেন, “এটা যদি স্টিভ স্মিথের বিরুদ্ধে আবেদন করা হত, তাহলে আম্পায়ার আউট দিত না। আমি সেটা নিয়ে নিশ্চিত।”
বীরু থেমে থাকার পাত্র নন। তিনি তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো খোঁচা দিয়ে টুইট করলেন। এমনকি ভারতের আর এক প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরও খোঁচা দিতে ছাড়লেন না।
— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023
এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায়। সবাই শুভমনের সমর্থনে কথা বলতে থাকেন। প্রভাবিত হয়ে শুভমনও সোশ্যাল মিডিয়াতে আম্পায়ারের সমালোচনা করেন। ইমোজি ব্যবহার করে বুঝিয়ে দেন, তিনি এই বিষয়টি মানতে পারেননি। আর এতেই চক্ষুশূল হয়ে ওঠে আইসিসি-র। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুভমন জরিমানা করল।
শুভমনের টুইট ভাইরাল হওয়ার পরেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, “শুভমন ভুল করল। এভাবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা যায় না। ওর বক্তব্য বোর্ড মারফৎ আইসিসি-কে চিঠি দিলে এই নিয়ে সমস্যা হত না।” খেলার দ্বিতীয় ইনিংসে গিল আউট হয়ে যান ১৮ রানের মাথায়। স্কট বোল্যান্ডের বলে স্লিপে ক্যাচ তোলেন। সেই ক্যাচ তালুবন্দি করার সময় ক্যামেরন গ্রিনের হাত মাটি স্পর্শ করেছিল। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত না নিয়ে পাঠান তৃতীয় আম্পায়ারের কোর্টে। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, গ্রিনের ক্যাচ বৈধ। আর সেটা নিয়েই শুরু হয়েছিল যাবতীয় বিতর্ক।