Suvendu Adhikari : জোর করে ঠাকুরবাড়ি দখল নিতে যাওয়া অত্যন্ত নিন্দনীয়: শুভেন্দু – suvendu adhikari criticizes abhishek banerjee it is very reprehensible to take possession of thakurbari by force


Howrah News : “তৃণমূল কর্মীরা যেভাবে মতুয়াদের মন্দিরে ঝাণ্ডা নিয়ে ঢুকে জোর করে ঠাকুরবাড়ির দখল নিতে গিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়”, রবিবারের ঠাকুরনগরের ঘটনার কড়া সমালোচনা করে বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ার ইছাপুরে বঙ্গীয় হিন্দু সেনার সমাবেশ অনুষ্ঠানে তিনি বলেন, “এর আগে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ মতুয়াদের কাছে যাননি, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন। কিন্তু BJP কখনই সেখানে ঝাণ্ডা নিয়ে প্রবেশ করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন ঝাণ্ডা নিয়ে যেভাবে ঠাকুরবাড়ি দখল করতে গেল তা অত্যন্ত নিন্দনীয়”।

Abhishek Banerjee : অভিষেকের সফরের আগেই পোস্টার-কালো পতাকায় বিক্ষোভ প্রতিবাদ মতুয়াদের! উত্তেজনা ঠাকুরনগরে মন্দির চত্বরে
তিনি আরও বলেন, “মন্দিরে প্রবেশ করার আগে তাঁদের ঠাকুরবাড়ি থেকে লিখিত অনুমোদন নেওয়া উচিত ছিল”। এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, “একজন লোকসভার সাংসদের গায়ে হাত তোলা হয়েছে। তার কি পরিণতি তা পুলিশ বুঝতে পারবে”। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তনু ঠাকুর কে নির্বাচনে হারিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন এই ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, “উনি আজ পর্যন্ত যাকে যাকে হারিয়ে দেবেন বলেছেন সকলেই জিতেছে”।

Abhishek Banerjee on Suvendu Adhikari: ‘দালালদের কাজে লাগিয়ে টাকা তুলেছে…’, নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
শুভেন্দু অধিকারী বলেন, “সাগরদিঘির মতো যদি পঞ্চায়েত ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। আমি আগের দিন হাওড়া জেলা হাসপাতালে গিয়েছিলাম। খুবই খারাপ অবস্থা। গন্ধময় চারিদিক। পরিকাঠামো নেই। অথচ একজন সাংসদের জন্য রাজ্যের কোষাগার থেকে প্রতিদিন পরিবহন এবং স্যানিটাইজেশনের কাজে এক কোটি টাকা খরচ করা হচ্ছে”।

Aparupa Poddar Suvendu Adhikari: ‘শুভেন্দুই হয়ত অ্যাক্সিডেন্ট করিয়েছে!’ বিরোধী দলনেতার মন্তব্যের পালটা অপরূপার
রবিবার তিনি বলেন, “লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে। মূল লড়াই হবে BJP-র সঙ্গে নওশাদ সিদ্দিকির”। এছাড়াও শুভেন্দু রবিবার রাজ্যের পুলিশ প্রশাসনকে আক্রমণ করে সোশাল মিডিয়াতেও লম্বা পোস্ট করেছেন।

Sukanta Majumdar : ‘কালীঘাটের কাকু কালীঘাটের ডাকুকে বাঁচাতে পারবে না…’, খোঁচা সুকান্তর
“পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বৈষম্য ও অপদার্থতার নিদর্শন”- সোশাল মিডিয়ায় এই শীর্ষক এক দীর্ঘ পোস্টে রবিবার ভিডিও ফুটেজ সহ পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘রাজেশ মাহাতো, শিবাজি মাহাতো সহ কুড়মি আন্দোলনের ৯ নেতা-কর্মীকে বিনা অপরাধে, তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও, শুধুমাত্র ভাইপোকে তুষ্ট করার উদ্দেশ্যে এবং হেফাজতে নিয়ে ওনাদের ওপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার করার লক্ষ্যে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল CID।

ঝাড়গ্রাম বিশেষ দায়রা আদালত CID হেফাজতে নেওয়ার আবেদন খারিজ করে দেন’। আর তাঁর এই পোস্টের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার কুড়মিদের পাশে কোমর বেঁধে দাঁড়াতে চলেছেন শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *