TMC Inner Party Clash : তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ, দলীয় কার্যালয়ে ভাঙচুর আলিপুরদুয়ারে – trinamool congress inner party clash on panchayat election candidate at alipurduar


পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শাসক দলে প্রার্থী পদ অসন্তোষ অব্যাহত। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, হাতাহাতিকে কেন্দ্র করে অশান্তি ছড়াল আলিপুরদুয়ার জেলায়। তৃণমূলের কার্যালয়ে চলল ভাঙচুর। উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিবেকানন্দ ২ নং অঞ্চল TMC কার্যালয়ে ২ গোষ্ঠীর মারপিট। পরিস্থিতি সামলাতে TMC কার্যালয়ে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, সোমবার রাত ৮ টা নাগাদ আলিপুরদুয়ার ১ নং ব্লক বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়।

Alipurduar News : ৫ ঘন্টা স্বামীর মৃতদেহ নিয়ে স্টেশনে বসে স্ত্রী, ময়নাতদন্তের নামে রেল পুলিশের গড়িমসি
সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে এলাকার প্রার্থী বাছাই নিয়ে আলোচনায় বসে এলাকার তৃণমূল কর্মীরা। অভিযোগ তার কিছুক্ষণ বাদেই অঞ্চল সভাপতি দলবল নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করে। আচমকাই কার্যালয়ে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

Alipurduar News : মাকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ছেলে
তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, ভেঙে ফেলা হয় কার্যালয়ের বহু চেয়ার। খুলে ফেলা হয় দলীয় পতাকা। এমনকি মহিলা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় দলীয় কার্যালয়ের ভেতরে দুপক্ষের মধ্যে প্রথমে ধস্তাধস্তি পরবর্তীতে মারপিট শুরু হয়।
খবর পেতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। জেলা কার্যালয়ের ভেতরে ধুন্দুমার পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ নিয়ে প্রবেশ করেন আইসি। প্রায় ৪৫ মিনিট যাবত এই পরিস্থিতি চলে কার্যালয়ের ভেতরে।

Sushil Modi : &amp#39;সব কিছুতে ৪০ শতাংশ কমিশন খায় সরকার…&amp#39;, রাজ্যে এসে কটাক্ষ BJP-র প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
অবশেষে আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য দুপক্ষকে আলাদা করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এর পরেই কার্যালয়ে তালা বন্ধ করে দেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশি টহল চলছে। যদিও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে অঞ্চল সভাপতি সুকান্ত দে’র কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Panchayat Updates: ‘টিকিটের দর ১লাখ! অগ্রিম ৫০ হাজার’! কালচিনিতে ভাইরাল ভিডিয়ো

প্রার্থী পদ নিয়ে একাধিক জেলায় অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে। এদিন উত্তর ২৪ পরগনার নিউটাউন এলাকার বালিগড়ি এলাকায় প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কর্মীরা। এমনকি প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে রাস্তা অবরোধ করেন তাঁরা। এর আগে হাওড়া জেলা, জলপাইগুড়ি জেলার ক্রান্তি অঞ্চলে প্রার্থী পদ নিয়ে অসন্তোষ দেখা দেয়। তবে তৃণমূলের তরফে সব জেলায় এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী পদ ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *