Trinamool Congress : অভিনব কায়দায় তৃণমূল ত্যাগ! ডাক যোগে দলকে পতাকা-ফেস্টুন ফেরত নেতা-কর্মীদের – trinamool congress supporters left party amid speculation of joining bjp


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের মাঝেই বিপাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন অভিনব কায়দায় দলত্যাগ করলেন রায়গঞ্জ ব্লকের ৪নং বিন্দোল গ্রাম পঞ্চায়েতেরর চার জন গ্রাম পঞ্চায়েত সদস্য। এদিন তৃণমূল কংগ্রেসের সব ধরনের সম্পর্ক ত্যাগের ঘোষণা করেন তাঁরা।

সম্পর্ক ত্যাগের ঘোষণার পাশাপাশি তাঁদের কাছে থাকা দলের সমস্ত ফ্ল্যাগ,ফেস্টুন তারা ডাকযোগে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার কাছে পাঠিয়ে দেন দলত্যাগী তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেও তারা অন্য রাজনৈতিক দলে যোগদান করছেন না বলে জানিয়েছেন। তবে তাঁদের মুখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দলে রাখার জন্য তাঁদের বোঝানো হবে।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি লাখ টাকায়! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় কর্মীরা
তৃণমূল সূত্রে খবর, বিগত পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে তৃনমুল কংগ্রেস ৭টিতে জয়ী হয়েছিল। পরবর্তীতে স্থানীয় তৃনমুল নেতা মনসুর আলির উদ্যোগে কংগ্রেসের সমর্থন নিয়ে তৃণমুল কংগ্রেস পঞ্চায়েত বোর্ড গঠন করে। মনসুরের স্ত্রী লায়লা খাতুন ওই পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন। বছরখানেক পর তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ করার অভিযোগ ওঠার পর দলীয় সিদ্ধান্তে তাকে ওই প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় সিদ্ধান্তে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান ও তাঁর কয়েকজন অনুগামী সদস্যের দূরত্ব বাড়তে থাকে বলে খবর।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল! হাওড়ায় ১ হাজার বিরোধী সমর্থকের যোগদান তৃণমূলে
এদিন ওই গ্রাম পঞ্চায়েতের বর্তমান চারজন সদস্য লায়লা খাতুন, মলয় সরকার, রুপো জালি ও উৎপলা বর্মন প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থক নিয়ে রায়গঞ্জের মুখ্য ডাকঘরে এসে তাদের কাছে থাকা দলীয় পতাকা, ফেস্টুন খামে ভরে উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালার ঠিকানায় পাঠান। বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের দাবি, পুরনো দিনের একনিষ্ঠকর্মী হওয়া সত্ত্বেও দলীয় নেতৃত্ব তাদের প্রাপ্য সম্মান দিচ্ছে না।এলাকার কোনও উন্নয়নমূলক কাজে তাদের সিদ্ধান্তের মর্যাদা দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে একাধিক দুর্নীতি নিয়ে তাঁরা দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালেও তা আমল দেওয়া হয় নি।

দলত্যাগী তৃণমূল নেতা মনসুর আলি এই প্রসঙ্গে বলেন, ‘পাড়ায়, গ্রামে, চায়ের দোকানে আমাদের প্রতিনিয়ত চোর বলে ডাকা হয়। নেতৃত্বকে বারবার জানিয়েও কোনও লাভ হয় নি। এলাকার দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রশ্রয় দেবার জন্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভেই আমরা এদিন দলত্যাগ করেছি। তবে দলের প্রতীক ও পতাকার প্রতি আমাদের সন্মান রয়েছে।এগুলো যত্রতত্র পড়ে থাকার থেকে ফ্ল্যাগ,ফেস্টুনগুলির যাতে অবমাননা না হয়, সেই কারনেই আমরা সেগুলো ডাকযোগে এদিন জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিচ্ছি।’

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দল বদলের হিড়িক, বীরভূমে কংগ্রেসের দখলে তৃণমূল কার্যালয়
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, ‘ছোটখাটো মানঅভিমান থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়।আমি তাদের দলত্যাগ না করারই কথা বলবো।তবে দলীয় পতাকার অবমাননা না হওয়ার জন্য তারা যে ফেরত পাঠিয়েছে, এটা প্রশংসার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *