WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি লাখ টাকায়! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় কর্মীরা – panchayat election tickets are sold by 1 lakh rupees members sat at dharna raising allegations against trinamool block president in bankura


Trinamool Congress : রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আর তারপর থেকেই একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। আর বাঁকুড়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এসেছে। পঞ্চায়েতের টিকিট এক লাখ আর পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হচ্ছে দুই লাখ টাকায়! দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরনায় বসলেন তৃণমূল নেতৃত্বেরই একাংশ। দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করছেন। গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে এক লাখ টাকা। পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য দর দ্বিগুণ।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন
এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমতধরনায়বসলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার মেজিয়া এলাকায়। বাঁকুড়ার মেজিয়া এলাকায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নব জোয়ার যাত্রায় জেলায় জেলায় গিয়ে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তাও দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
কিন্তু তারপরও দলীয় টিকিট নিয়ে বাঁকুড়ার মেজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এমন হল যে দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে লাখ লাখ টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যেই ধরনা মঞ্চ করে ধরনা অবস্থান শুরু করলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।

Panchayat Election 2023 : প্রার্থী নিয়ে অসন্তোষ! জলপাইগুড়িতে ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের
রবিবার সন্ধ্যায় মেজিয়া হাইস্কুল মোড়ে দলের স্থানীয় ও অঞ্চল স্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি এই ধরনা অবস্থান শুরু করেন। তবে ধরনা অবস্থান শুরু করার কিছুক্ষণ পরেই সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন তৃণমূলের বিক্ষুব্ধ ওই অংশ। এদিন প্রকাশ্য ধরনা মঞ্চ থেকেই তৃণমূলের জেলা সহ সভাপতি অভিযোগ করেন, “মেজিয়া ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে আট থেকে দশটি আসনের টিকিট এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হয়েছে দু লাখ টাকা দরে”। টাকার বিনিময়ে সমাজের ঘৃন্যদেরও টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের ওই নেতা।

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি জন্মেঞ্জয় বাউরী বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু দুষ্কৃতী ও টাকা খাওয়া লোক এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই ঘটনা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়”। এদিকে, তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “দলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। এই অবস্থায় বিক্ষোভকারীরা কীভাবে বুঝলেন কে প্রার্থী হচ্ছে”? তাঁর হুুঁশিয়ারি দল বিরোধী কাজ করলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *