WB Panchayat Election 2023 : পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট? কমিশনকে বিকল্প দিন প্রস্তাব আদালতের – calcutta high court recommended to new dates for west bengal panchayat election


৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ভোট ঘোষণা হতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মনোনয়নের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি ছিল। সকাল ১০টা নাগাদ শুনানি শুরু হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে রিপোর্ট পেশ করা হয়ে। মনোনয়ন পেশের সময় বাড়ানোর পাশাপাশি বিকল্প পঞ্চায়েত ভোটের দিনের প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ১৮ জুন অবধি মনোনয়ন জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে আদালত। এর পাশাপাশি ৮ জুলাইয়ের পরিবর্তে ১৪ জুলাই পঞ্চায়েত নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

Adhir Ranjan Chowdhury : নির্বাচন ঘোষণা হতেই আদালতে অধীর! পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
এদিন আদালতে শুনানি চলাকালীন মনোনয়ন জমার দিনক্ষণ একদিন বাড়িয়ে ১৬ জুন অবধি করা যেতে পারে বলে জানান কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র। পালটা প্রধান বিচারপতির প্রশ্ন ‘একদিন বাড়ানোর কথা কেন বলা হচ্ছে? আইনে কি এমন কিছু বলা হয়েছে?’ কমিশনের আইনজীবী বলেন, ‘না আইনে কোথাও এমন কিছু বলা নেই।’

West Bengal Panchayat Election : মনোনয়ন জমায় সব কেন্দ্রে ১৪৪ ধারা, সিদ্ধান্ত কমিশনের
শুভেন্দু অধিকারীর আইনজীবী গুরু কৃষ্ণ কুমার সুব্রহ্মণ্যম বলেন, ‘ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৭৩ হাজার আসন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। গত নির্বাচনে প্রায় ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয় লাভ করেছিল। প্রতিদিন ৪ ঘন্টা মনোনয়ন জমা দেওয়ার জন্য ধার্য। এক একটা মনোনয়ন জমা দিতে ৪৯ সেকেন্ডেরও কম সময় পাওয়া যাচ্ছে।’

Calcutta High Court: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই হামলা, নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ২ কংগ্রেস নেতা
এরপরই প্রধান বিচারপতি কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের পর শনি-রবিবার ছুটি ছিল। মনোনয়ন জমা দিতে ন্যূনতম সময় লাগে। আমরা সংবাদমাধ্যমে দেখেছি পর্যাপ্ত মনোনয়নপত্র কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও নিরাপত্তার অভাব রয়েছে। এই বিষয় গুলো যাতে না হয় সেটা কমিশন নিশ্চিত করুক।’ প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যা ঘটেছিল, কোনওভাবেই যাতে তাঁর পুনরাবৃত্তি না হয়।

উল্লেখ্য, পঞ্চায়েত মামলার শুনানির জন্য এদিন আদালতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের প্রস্তাবের পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কমিশন এখন কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *