বারাবনি বিধানসভার একটি ব্লকে যেখানে বামেদের সঙ্গে তৃণমূলের হাতাহাতির অভিযোগ সামনে এসেছে আর সেখানেই অন্য আরেকটি ব্লকে দেখা যাচ্ছে গোলাপ ফুল দিয়ে জলের বোতল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিরোধীদের আর সেটা করছে শাসক দলের কর্মীরাই। তৃণমূল নেতা ভোলা সিংয়ের নেতৃত্বে এই অভিনব ঘটনা ঘটতে দেখা গেল। সোমবার তৃণমূল নেতা ভোলা সিং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও অন্যান্য তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে মহিলা তৃণমূল কর্মীরা সালানপুর ব্লক অফিসের সামনে ফুল এবং জলের বোতল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বিরোধী দলের যারাই এসেছেন মনোনয়ন জমা করতে বা মনোনয়ন ফর্ম তুলতে তাদেরকেই গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। মনোনয়ন প্রক্রিয়া শেষ করে বেরোনোর মুখে তাদেরকে চা খাওয়ানো হয়।
ভোলা সিং জানান, ”অনেক জায়গায় শুনছি নাকি বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোন কাউকে বাধা দেওয়া হয় না। কারণ আমাদের এখানে উন্নয়ন হয়েছে এবং আমরা সেই উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইব। মানুষ ঠিক করবে ভোট কাকে দেবে। অন্যদিকে, তৃণমূল নেতাদের এই উদ্যোগ দেখে খুশি বিরোধীরা। সিপিএম নেতা গণেশ পন্ডিত জানান আমরা তো এটাই চাই। উৎসবের মত করে ভোট হোক। এবং মানুষ আনন্দ দিতে ভোট দিতে আসুক। তৃণমূলের নেতাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”