WB Panchayat Election Nomination: ‘লাখ টাকা দিলেই মিলবে তৃণমূলের টিকিট…!’ বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপিতে যোগ TMC কর্মীর – malda maltipur tmc panchayat pradhan left party and joins bjp just before panchayat election


পঞ্চায়েত ভোট ঘোষণার পরই মনোনয়ন জমা নিয়ে জেলায় জেলায় অশান্তি তুঙ্গে। শাসক বিরোধী মনোনয়ন জমা নিয়ে একাধিক জেলায় সামনে এসেছে বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এর মাঝে রয়েছে প্রার্থী পদ নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বও। অভিনব অভিযোগে সরগরম হল মালদা। পঞ্চায়েতে টিকিট পেতে গেলে খরচ করতে হলে লাখ খানেক টাকা! এমনই অভিযোগ তুলে মালদার মালতীপুরে দল ত্যাগ তৃণমূলের প্রধান ও উপপ্রধানের। শুধু তাই নয়, শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে যোগ দেন বিজেপিতেও।

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে

লাখ টাকা দিয়েই পাওয়া যাবে তৃণমূলের টিকিট। এই অভিযোগ তুলে দল ছাড়লেন শাসকদল তৃণমূলের প্রধান ও উপপ্রধান এবং যোগদান করেন পদ্মশিবিরে। সোমবার দুপুরে মালদার মালতীপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে এই অভিনব যোগদান সভাটি অনুষ্ঠিত হয় । প্রধান ও উপপ্রধানের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন ৫০০ কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিজেপি সংগঠন।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি লাখ টাকায়! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় কর্মীরা

মালদার মালতীপুর বিধানসভার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস বিজেপিতে যোগ দিয়েছেন।
তাদের অভিযোগ, পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে দাঁড়াতে হলে গুণতে হবে লাখ লাখ টাকা। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন প্রধান ও উপপ্রধান।

Panchayat Election : পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই ধাক্কা! শুভেন্দু গড়ে BJP পর্যবেক্ষকের তৃণমূলে যোগদান

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়নের তৃতীয় দিনে এই যোগদানে বিশাল প্রভাব পড়েছে মালতীপুরে। কারণ এই এলাকা জেলা তৃণমূল সভাপতির গড়। স্বভাবতই অস্বস্তিতে রয়েছে শাসকদল তৃণমূল। যদিও চাঁচল-২ নং ব্লক তৃণমূল কমিটির সাধারণ সম্পাদকের দাবি, তৃণমূলে স্বচ্ছভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পাবে না বলেই দল ছেড়েছেন তারা। বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের বাজার গরম করাচ্ছে। তাদের দলত্যাগে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।

Purba Bardhaman: মনোনয়ন ঘিরে রণক্ষেত্র পূর্ব বর্ধমান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *