গ্লেজার জমানা শেষ, ম্যান ইউ-এর নতুন মালিক কাতারের ধনকুবের শেখ জসিম!/ Qatars Sheikh Jassim wins bid for Premier League club Manchester United


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও গ্লেজার পরিবারের (Glazers Family) মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ‘রেড ডেভিলস’-দের (Red Devils) মালিক হছেন কাতারের ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি (Sheikh Jassim bin Hamad Al Thani)। ইউনাইটেড অধিগ্রহণের লক্ষ্যে তাঁর পঞ্চম তথা চূড়ান্ত প্রস্তাবে রাজি হয়েছে গ্লেজার পরিবার। সূত্র মারফত এমনটাই জানা  গিয়েছে। 

সেই ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবার ক্লাবের মালিক। ১৮ বছরের সেই সম্পর্কও এবার শেষ হতে চলেছে। আসলে গত কয়েকবছর ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি ঐতিহ্যশালী ক্লাবটি। সাফল্য ছিল না। ক্লাবের পরিকাঠামো উন্নয়ন প্রক্রিয়া থমকে গিয়েছে। দেনায় ডুবে গিয়েছিল ক্লাব। শেষে গতবছর নভেম্বরে ক্লাব বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করে গ্লেজার পরিবার।

আরও পড়ুন: Pep Guardiola: ম্যাঞ্চেস্টার সিটিকে বিদায় জানিয়ে কোথায় চললেন পেপ?

আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan Sharan Singh: আরও বিপাকে ব্রিজভূষণ, প্রমাণ চেয়ে পাঁচ দেশকে চিঠি পাঠাল দিল্লি পুলিস

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিখ্যাত ক্লাবের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছিলেন বহু ধনকুবের। এমনকী অ্যাপলের মতো একাধিক বিখ্যাত সংস্থাও ম্যান ইউ কিনতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে ছিলেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি এবং ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ ( Sir Jim Ratcliffe)। তবে র‍্যাটক্লিফের প্রস্তাবে অখুশি ছিলেন সমর্থকরা। বোর্ডের একটা অংশও তাঁর প্রস্তাব মানতে চায়নি। আসলে তিনি চাইছিলেন ক্লাবের ৬০ শতাংশ মালিকানা নিজের হাতে রাখতে। বাকিটা গ্লেজার পরিবারের হাতেই ছাড়তে চাইছিলেন ওই ব্রিটিশ ধনকুবের। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।

তবে কাতারি ধনকুবের পুরোপুরি ক্লাবের ১০০ শতাংশ মালিকানা কিনতে আগ্রহী ছিলেন। ক্লাবের সব দেনা মিটিয়ে আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলগুলির মধ্যে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও ছিল তাঁর প্রস্তাবে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবই গৃহীত হল। এর ফলে ১৭ বছর পর ব্যাটন বদল হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *