Abhishek Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় আজ ED দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক – recruitment scam case abhishek banerjee will not be present in ed office today


প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ED। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি এবং পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কি এই তলবে সাড়া দেবেন? তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে জানালেন এদিন হাজিরা দিতে পারবেন না তিনি।

Abhishek Banerjee: ‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!’ পালটা চ্যালেঞ্জ অভিষেকের
ঠিক কী জানিয়েছেন অভিষেক?
ED-কে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, যে তথ্য এবং নথি চাওয়া হয়েছে তার সঙ্গে ২৯ মার্চ যে মন্তব্য তিনি করেছেন সেই বিষয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তিনি সেই কারণে প্রস্তুতিতে ব্যস্ত। যে সমস্ত তথ্য বা নথি তার থেকে চাওয়া হয়েছে তা সংশ্লিষ্ট সরকারি দফতর এবং অথরিটির কাছে রয়েছে।

Abhishek Banerjee Kunal Ghosh : ‘ভোটের চাপ নিতে পারছে না, তাই ED-CBI-কে নামাচ্ছে’, অভিষেককে তলব প্রসঙ্গে কুণাল
আইনি মোতাবেক তিনি তদন্তে যাবতীয় সাহায্য করতে রাজি, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ED। এরপরেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “কারও বাবার চাকর নই। ডাকলেই যেতে হবে নাকি!” অর্থাৎ তিনি যে ১৩ তারিখ হাজিরা দিচ্ছেন না, তা একপ্রকার আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “তৃণমূলে নবজোয়ার যাত্রা থামানোর প্রশ্নই নেই। যতবার ডাকবে ততবারই কি যেতে হবে!” তিনি আরও বলেছিলেন, ৮ জুলাইয়ের পর যেদিন ডাকবে তিনি যেতে রাজি। ৯ জুলাই ডাকলেও যাবেন বলে তিনি জানিয়েছিলেন।
Abhishek Banerjee: রুজিরাকে জিজ্ঞাসাবাদের দিনই ফের অভিষেককে ডাক, ১৩ জুন হাজিরার নির্দেশ ইডির
এক আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। সেই সময় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি যাত্রা থামিয়ে কলকাতায় ফিরেছিলেন তিনি এবং নিজাম প্যালেসে হাজিরা দেন। প্রায় নয় ঘণ্টা ৪০ মিনিট পর তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন।

আজ ইডি হাজিরা অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ED-র তলব নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, “যে সময় এই তলব করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই এই তলব। উদ্দেশ্য বোঝাই যাচ্ছে।”

Recruitment Scam : ED-র নজরে সিভিক ভলান্টিয়ার? ‘কালীঘাটের কাকু’-র সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
যদিও BJP নেতা রাহুল সিনহা দাবি করেছিলেন, “এজেন্সি নিজের মতো কাজ করছে। যদি কেউ কোনও অপরাধ না করে থাকে সেক্ষেত্রে তাঁর হাজিরা দিতে সমস্যা কোথায়!” উল্লেখ্য, অতীতেও BJP-র বিরুদ্ধে ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগ তুলেছিল তৃণমূল। যদিও তা উড়িয়ে দিয়েছিল গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *