আবারও অগ্নিগর্ভ ভাঙড়। মুহুর্মুহূ বোমাবাজিতে কান পাতা দায়। আইএসএফ-এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তাণ্ডব দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বিডিও অফিসের কাছে একশোর বেশি বোমা ফেলার অভিযোগ। এমনকী আইএসএফ-এর মনোনয়ন রুখতে গুলি চালানোরও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করেও ইট, বোমা, কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ। তার আঘাতে আহত হয় কাশীপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, ভাঙড় বিডিও টুতে আইএসএফের তরফ থেকে মনোনয়ন জমা দিতে এলে তাদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে বোমাবাজিতে আহত হয়েছেন আইএসএফ কর্মী। এমনকী মারধর করারও অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। উলটে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা পুরো ঘটনার জন্য আইএসএফ-কেই দায়ী করেছেন। এদিন ভাঙড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা রয়েছে। সেই কর্মসূচি ব্যাহত করতেই ভাঙড়ে অশান্তি পাকাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে অভিযোগ করেছেন শওকত মোল্লা।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…