Bratya Basu : ‘অস্থায়ী’ উপাচার্যদের বেতন-ভাতা বন্ধের নির্দেশ ব্রাত্যর! তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত – higher education department ordered universities registrar to stop salary of governor appointed vice chancellor


ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠার ইঙ্গিত। যাদবপুর, কল্যাণী সহ রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগকে ‘বেআইনি’ ঘোষণা করে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্য। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব রেজিস্ট্রারের কাছে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজভবনের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

West Bengal State University : আরও ৮ ভিসির মেয়াদ শেষ হচ্ছে আজ
দু’দফায় রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা প্রক্রিয়াকেই ‘অবৈধ’ বলে চিহ্নিত করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্টতই জানিয়ে দেন, তাঁর বা সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছিলেন ব্রাত্য। সূত্রের খবর, আইনি পরামর্শ নেওয়ার পরই এই পদক্ষেপের পথে হেঁটেছে সরকার।

Suvendu Adhikari CV Ananda Bose : রাজীবকে নির্বাচন কমিশনার করায় শুভেন্দুর তোপে বোস, কটাক্ষ তৃণমূলের
শিক্ষা দফতরের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সরকার ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই অস্থায়ীভাবে উপাচার্যদের নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণভাবে অবৈধ এবং আইন না মেনেই নিয়োগ করা হয়েছে। এই সব উপাচার্যরা বেতন ও ভাতা তুলতে পারবেন না। নইলে কড়া পদক্ষেপ করা হবে।’

সম্প্রতি রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে রাজভবন। রাজভবন নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের দায়িত্বভার না নেওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। কিন্তু, ব্রাত্যর অনুরোধের তোয়াক্কা না করে একজন ছাড়া বাকি সকলেই উপাচার্য পদের দায়িত্ব নেন। বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিয়ে তাঁদের উপরই চাপ তৈরির চেষ্টা করল রাজ্য, এমনটাই দাবি রাজনৈতিক মহলের।

উপাচার্য নিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল রাজভবন। উপাচার্যদের প্রত্যেক সপ্তাহে কাজের রিপোর্ট পাঠানোর পাশাপাশি কোনও খরচের আগে রাজভবনের অনুমতি নেওয়ার নির্দেশ দেন আচার্য তথা রাজ্যপাল। এমনকী উপাচার্যরা চাইলে যে কোনও সময় রাজ্যপালের সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়।

South 24 Parganas News : ‘করমণ্ডল বিপর্যয়’ কেড়ে নিল একই পরিবারের ৩ সন্তানকে, পরলৌকিক ক্রিয়ার দায়িত্বে রাজভবন
রাজ্যপালের এই আচরণের চরম ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে সুর চড়িয়ে ব্রাত্য বলেন, ‘আগের রাজ্যপাল ভালো বা খারাপ সবই সরাসরি বলতেন। হাসিমুখে ভাসা ভাসা কথা বলে কোনও লাভ নেই। নিজের অবস্থান স্পষ্ট করুন। কোনও বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করা কখনই সরকার মেনে নেবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *