Hooghly News : পুত্রশোকে মায়ের মৃত্যু! ১ বছর আগে নিখোঁজ ছেলে বাড়ি ফেরায় বেজায় খুশি পরিবার – hooghly missing youth returns home after 1 year


West Bengal News : ছেলের মৃত্যু হয়েছে ধরেই নিয়েছিল পরিবার। আর পুত্রশোকে মায়েরও মৃত্যু হয় বাড়িতে। এদিকে, বছর খানেক আগে নিখোঁজ হয়ে যাওয়া সেই ‘মৃত’ বিহারের যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিল চুঁচুড়া আরোগ্য। ওই যুবকের নাম মহঃ ইশাক (৩২)। তাঁর বাড়ি বিহারের দ্বারভাঙা জেলার বহেরা থানার বেনীপুরে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, এক বছর আগে নিখোঁজ হয়ে যান তিনি। তাঁরা মা মারা গিয়েছেন পুত্র শোকে। ছেলে মারা গিয়েছে ধরেই নিয়েছিল পরিবার। এদিকে, পরিবারে আচমকা খবর যায় হুগলির চুঁচুড়ায় উদ্ধার করা হয়েছে ইশাককে।

Odisha Train Accident News: মৃতদেহের খোঁজে মর্গে বাবা, লাশের স্তূপে উদ্ধার জীবিত ছেলে!
হুগলি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বর্নালী পাল ভট্টাচার্য খাদিনা মোড়ে একটি মিষ্টির দোকানের সামনে এক যুবককে বসে থাকতে দেখেন তিন চারদিন ধরে। তাঁর সন্দেহ হওয়ায় খবর দেন চুঁচুড়া আরোগ্যকে। ওই যুবককে উদ্ধার করেন তাঁরা। ইশাকের সঙ্গে কথা বলে বিহারের দ্বারভাঙার বেনীপুরের কথা জানতে পারেন আরোগ্যর সদস্যরা।

Amazon Missing Children : বিমান দুর্ঘটনার ৪ দিন পর মৃত! শেষ কী বার্তা ছিল অ্যামাজনের ‘মিরাকল শিশুদের’ মা-এর?
যোগাযোগ করা হয় দ্বারভাঙার বহেরা থানায়। থানা জানায় এক বছর আগে নিখোঁজ হয়েছিলেন ইশাক। পুলিশ তাঁর পরিবারকে ডেকে কথা বলায় আরোগ্যর সঙ্গে। নিশ্চিত হয় চুঁচুড়ায় উদ্ধার হওয়া যুবকই এক বছর আগে হারিয়ে যাওয়া ইশাক। সোমবার বিহার থেকে বাবা মজলুম, ভাইপো মহঃ ফারুক এসে তাঁকে ফিরিয়ে নিয়ে যান।

Rajasthan: মেয়ে খুঁজে দাও…! বৃদ্ধ মা-বাবাকে বেধড়ক পিটুনি ‘বিয়ে পাগলা’ ছেলের
এই বিষয়ে ইশাকের বাবা বলেন, “ছেলের শোকে আমার স্ত্রী খইরুল খাতুন মাস চারেক আগে মারা যান। আমরা হন্যে হয়ে খুঁজেছি তাঁকে, তাও পাইনি। দুদিন আগে থানা থেকে খবর পাই আমাদের ছেলেকে খুঁজে পাওয়া গিয়েছে। কয়েকমাস আগে যদি পাওয়া যেত, তাহলে আমার স্ত্রী আর এভাবে শোক পেয়ে চলে যেতেন না।

Howrah News : ওয়েল্ডিং মেশিন থেকে তার খুলতে গিয়েই বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
আমরা ধরেই নিয়েছিলাম ইশাক আর বেঁচে নেই”। ফারুক বলেন, “কাকা মুম্বইয়ে দিন মজুরীর কাজ করতেন। কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। তারপর হঠাৎই মানসিক সমস্যা শুরু হয়। তারপর থেকে বাড়িতেই থাকতেন। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর আজ ফিরে পেলাম”।

চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ইন্দ্রজিৎ দত্ত বলেন, “হুগলি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পেয়ে বিহারে যোগাযোগ করি। যুবকের পরিবার এসে তাঁকে ফিরিয়ে নিয়ে গেল। এটা খুব ভালো লাগছে। যখন ইশাককে উদ্ধার করা হয় খুবই খারাপ অবস্থায় ছিল। হাতের একটা আঙুলে ঘা হয়ে খুব কষ্ট পাচ্ছিল। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করানো হয়। এরপর পরিবারকে খবর দেওয়া হয়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *