Kolkata Rainfall Forecast : বিকেল হতেই ঝোড়ো হাওয়া, কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায় – kolkata to witness heavy rainfall and thunderstorm on tuesday evening


সকাল থেকে চড়া রোদ। হাসফাঁস গরমে কাহিল ছিল কলকাতাবাসী। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ঝড় উঠল শহরে। বিকেল সাড়ে ৪টের পর প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যেই কলকাতার বেশি কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলেউ জানাচ্ছে হাওয়া অফিস।

Kolkata Rainfall Update: সন্ধের আগে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি, গরমকে বিদায় দিয়ে বাংলায় বর্ষার প্রবেশ?
পূর্বাভাস ছিলই। সেইমতো মঙ্গলবার দুপুরের পরই আকাশ কালো করে আসে শহরে। ধুলোর ঝড় শুরু হয় মহানগরে। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতায়। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সোমবার বিকেলেও কলকাতা শহর সাক্ষী ছিল ঝড়-বৃষ্টির। বিকেল হতে না হতেই আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। ঝড়ের সঙ্গেই চলে মুহূর্মুহু বজ্রপাত। মুহূর্তের মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়। বেশ কিছু এলাকায় জল জমে যাওয়ার খবরও পাওয়া যায়। এই আবহাওয়ার জেরে অফিস ফেরত নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা।

Rainfall Forecast : অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি! রবিবার ঝেঁপে বৃষ্টি কলকাতায়
এদিকে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। আগামী ২০-২২ জুনের আগে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বর্ষার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে আবহাওয়াবিদ ডা. সুজীব কর বলেন, “কলকাতায় যে ঝড়-বৃষ্টি হচ্ছে তা বর্ষার বৃষ্টি নয়। বর্ষা প্রবেশ করতে এখনও ঢের দেরি। জুন মাসের ২০-২২ তারিখের আগে পুরোপুরি বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার বৃষ্টি শুরু হবে জুলাই মাসের ৪-৫ তারিখ।”

Kolkata Weather : সকাল থেকেই দু’এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়
ডা. সুজীব কর আরও বলেন, “আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ পরিবর্তন হয়েছে। এর ফলেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। গোটা মাস জুড়েই এইরকম আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা এখনই খুব বেশি কমবে না। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।”

Kolkata Rain : বৃষ্টির ট্রেলারেই জল থইথই কলকাতা, শহরবাসীর মুখে ‘বর্ষা আভি বাকি হ্যায়’
এদিন আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতিভারি বৃষ্টির সম্ভাবনা। নীচের জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Weather Update : ঘূর্ণিঝড় বিপর্যয়ের জের, মঙ্গলেও শহরে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কর্তা এখনও জারি থাকছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *