এই মুহূর্তে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল মেয়েবেলা ধারাবাহিক। মেয়েবেলা (Meyebela Serial) ধারাবাহিকের ডোডো এখন মেয়েদের হার্টথ্রম। প্রথম ধারাবাহিকেই দর্শকের মন জিতে নিয়েছেন অর্পণ। জীবনে কোন হার মেনে নিয়েও এগিয়ে গিয়েছেন জিজ্ঞেস করা হলে তিনি অকপট উত্তর দেন। ধারাবাহিকেই ধারাবাহিকতা মেন্টেন করবেন? নাকি ফিরে যাবেন প্রথম ভালোবাসার কাছে? উত্তর ক্রমশ প্রকাশ্য…দেখুন সেই জমাটি আড্ডার ভিডিয়ো।