Panchayat Election 2023 : নির্দলের হয়ে মনোনয়ন জমা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির, শোরগোল মালবাজারে – trinamool panchayat samiti president submitted panchayat election nomination as an independent candidate


Jalpaiguri News : নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন তৃণমুলের পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বড় চমকের ঘটনা ঘটল ডুয়ার্সের মালবাজারে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মাল পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি রীনা বরা নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন।

তাঁকে সমর্থন করার আশ্বাস দিয়েছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। দলের তরফে প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। অথচ পঞ্চায়েত সমিতির সভাপতি দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই দলের স্থানীয় নেতৃত্বের উপর ক্ষোভ ব্যক্ত করে সরাসরি নিজে এসে BDO অফিসে মনোনয়ন জমা দেন।

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, “আমি একজন মহিলা। দলের ব্লক সভাপতি সুশীল প্রসাদের অনৈতিক কাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। অনশন ধরনাতে বসেছি। দলের নেতৃত্বের কাছেও জানিয়েছি। জেলা সভাপতি, মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছিলেন। সাময়িক ভাবে সুশীল প্রসাদকে সরিয়ে দিলেও আবার পঞ্চায়েত নির্বাচনের মুখে তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বিচার কিভাবে হল? এজন্যই আমি নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছি।”

Panchayat Election 2023 : মনোনয়ন দাখিলের দ্বিতীয় দিনেও এগিয়ে BJP, পিছিয়ে শাসকদল তৃণমূল
তাঁকে প্রশ্ন করা হয়, দলের পক্ষ থেকে ১৩ জনের নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। তার মধ্যে আপনি আছেন। তা সত্ত্বেও মনোনয়ন কেন? উত্তরে তিনি বলেন, “কমিটি গড়া হলেও সেই কমিটির সভায় আমাকে ডাকা হয়নি। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু স্থানীয় নেতৃত্ব আমার সঙ্গে যে ব্যবহার করেছে তা মানা যায় না।”

Panchayat Election : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, হুগলিতে আয়োজিত সর্বদলীয় বৈঠক
রীনা বরার এই আচমকা মনোনয়ন জমা পড়ায় মাল এলাকার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমুল নেতৃত্ব। দলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, “যে কেউ মনোনয়ন পত্র তুলতে পারেন বা জমা দিতে পারেন। আমরা চাই অবাধ ও শান্তিতে নির্বাচন হোক। কেউ যদি দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেয় তবে দলের কিছু ক্ষতি হবে না। বরং দল আরও শক্তিশালী হবে। আমরা দলের নির্দেশ মেনেই মনোনয়ন জমা দেব।”

Panchayat Election : মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিষ্ণুপুরে অবস্থান বিক্ষোভে BJP
রীনা বরাকে অবশ্য সমর্থন করেছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। উল্লেখ্য মাসখানেক আগে রীনা বরা মাল গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছিলেন। এমনকি সুশীল কুমার প্রসাদকে গ্রেফতারের দাবিতে ধরনায় বসেছিলেন থানার সামনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *