Panchayat Election 2023 : নির্বাচনের প্রাক্কালে চওড়া ফাটল! মালদায় ৪০০ কর্মীর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান – 400 workers left trinamool in malda and joined congress ahead of panchayat election


Malda News : পঞ্চায়েত নির্বাচনের আগে পরপর দলবদল দেখছে রাজ্য। আর এর মধ্যে মালদা জেলা থেকে সম্ভবত সব থেকে বড় ধাক্কা খেল শাসক তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলে বড়সড় ভাঙন ধরল মানিকচকে। মালদা জেলা পরিষদের তৃণমূলের বর্তমান সদস্য, তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূলের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। মানিকচকের দলীয় কংগ্রেস কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের নেতা মোত্তাকিন আলমের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Birbhum News : অনুব্রত গড়ে শাসকদলে ফের ভাঙন, TMC ছেড়ে BJP-তে একগুচ্ছ পঞ্চায়েত সদস্য
তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন তৃণমূলের প্রথম সারির নেতা মোয়াজ্জেম হোসেন। যোগদান করেন বর্তমান মালদা জেলা পরিষদের সদস্যা সাবিনা ইয়াসমিন, মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ আশারুজ্জামান, তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সীমা বিবি, চৌকি মির্জাদপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোস্তাক আলম, যুব তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকিসহ অন্যান্য সদস্যরা।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দল বদলের হিড়িক, বীরভূমে কংগ্রেসের দখলে তৃণমূল কার্যালয়
এই যোগদান সম্পর্কে মোয়াজ্জেম হোসেন দাবি করে বলেন, “আমাকে দল তাড়িয়ে দেয়নি বা লিখিতভাবে সাসপেন্ডও করেনি। তবে আমি ষড়যন্ত্রের শিকার। আমি কোনও দলবিরোধী কাজ করিনি। তৃণমূলের রাজ্য কমিটির ঘোষণা মতে মানিকচক ব্লক তৃণমূল কমিটির সভাপতি হন দেবব্রত ঘোষ।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল! হাওড়ায় ১ হাজার বিরোধী সমর্থকের যোগদান তৃণমূলে
আমি সভাপতি দেবব্রত ঘোষের সঙ্গে দলের কাজ পরিচালনা করতে শুরু করি। এতেই আমার দলের নেতাদের রাগ হয়। পরবর্তীতে ব্লক সভাপতির পরিবর্তন হয়। আমি সেই সভাপতির সঙ্গেও কাজ করতে চেয়েছিলাম।কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে বসিয়ে রাখা হল”।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন
তিনি আরও বলেন, “পরবর্তীতে তৃণমূলের ব্লক কমিটিতে নয় এমনকি অঞ্চল কমিটিতেও আমাকে রাখা হল না। আমার স্ত্রী জেলা পরিষদের বর্তমান সদস্যা হওয়া সত্বেও তাঁকে কোনও পার্টির মিটিং মিছিলে ডাকা হয়নি। কোনওরকম কারণ ছাড়াই ষড়যন্ত্র করে আমাদের একপ্রকার পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল।

Panchayat Election 2023 : দলের বিরুদ্ধে অসন্তোষ! ফেসবুকে পোস্ট করে তৃণমূল ছাড়লেন আরামবাগের TMCP সভাপতি
তাই শেষমেষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি এবং দলের নেতৃত্ব চাইলে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিত করতে চাই”। তবে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মহাফিজুর রহমান বলেন, “যারা আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন আসলে তাঁরা লোভী মানুষ।

তাদের পদের লোভ প্রচণ্ড। তাঁরা বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসে টিকিট পাওয়া যাবে না। তাই টিকিট পাওয়ার লোভে তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে এতে দলের কোনও ক্ষতি হবে না”। এই বিষয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম কটাক্ষ করে বলেন, “তৃণমূল দলটা ভালো মানুষের নয়।

TMC Inner Party Clash : পঞ্চায়েত মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ভরতপুর, জখম ১১
তাই যারা ভালো মানুষ তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন”। তিনি আরও কটাক্ষ করে বলেন, “আসলে তৃণমূল কংগ্রেসে ক্যান্সার হয়েছে। তাই সকলে তৃণমূল দল ছেড়ে পালাচ্ছেন”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *