Panchayat Election 2023 : বর্ধমানে মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার ঘটনা, গ্রেফতার ৯ – bardhaman police arrested 9 person for attack on cpim candidates on way to file panchayat election nomination


Purba Bardhaman News : সোমবার বর্ধমান ২ নং ব্লকে CPIM প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া এবং হামলার ঘটনায় পুলিশ গ্রেফতার করল ৯ জনকে। ধৃতরা হল নিখিল ব্যাপারী, বলাই বেরা, সোমনাথ বেরা, সাধন মণ্ডল, শ্যামাপদ মাল, বিশ্বনাথ দে, পার্থপ্রতিম রুদ্র এবং সৌমেন ভৌমিক। এর মধ্যে সৌমেন ভৌমিকের বাড়ি হুগলির দাদপুর এবং শিবনারায়ণ নন্দীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায়।

বাকি সকলের বাড়ি শক্তিগড় থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ এবং ৩৪ IPC ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

Panchayat Election 2023 : ২৪ ঘণ্টায় চিত্র বদল! TMC বিধায়কের সৌজন্যে মঙ্গলবার বড়শুলে নির্বিঘ্নে মনোনয়ন CPIM-র
সোমবার বর্ধমান দু’নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান CPIM-এর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। অভিযোগ, তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেন তৃণমূলের কয়েকজন। তারপরই দুই পক্ষের তরফে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। ব্লক অফিসের সামনেই পরিস্থিতি ধীরে ধীরে গরম হয়। ছুটে আসে পুলিশ।

পুলিশের সামনেই চলে দফায় দফায় ইটবৃষ্টি। ইটের আঘাতে আহত হন শক্তিগড় থানার বেশ কয়েকজন পুলিশ। পূর্ব বর্ধমানের বড়শুলে তৃণমূল ও CPIM সংঘর্ষের জেরে আহত হন শক্তিগড়ের OC। তাঁর মাথায় আঘাত লাগে বলে জানা যায়। OC সমেত একাধিক পুলিশ কর্মী ঘটনায় আহত হন।

Panchayat Election 2023 : CPIM কর্মীদের বেধড়ক মারধর-পার্টি অফিস ঘেরাও, ধুন্ধুমার কাণ্ড মিনাখাঁয়
বামেদের দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত তাঁদের মনোয়ন জমা নেওয়া হচ্ছে, তাঁরা কিছুতেই ব্লক অফিস ছেড়ে যাবেন না। পরে পরিস্থিতি শান্ত হয়। জেলা পুলিশের অনুরোধ মতো, আজ, মঙ্গলবার নিরাপত্তার মধ্যে CPIM প্রার্থীদের মনোনয়ন জমার ব্যবস্থা করা হয়। গোটা ঘটনার জেরে ধীরে ধীরে তপ্ত হতে থাকে পূর্ব বর্ধমানের বড়শুল এলাকা।

CPIM-এর এক নেতা অভিযোগ করে বলেন, “তৃণমূলের আক্রমণে আমাদের অন্তত ৫০ জন মারাত্মকভাবে জখম হয়েছেন। তৃণমূলের আক্রমণের প্রতিরোধ হয়েছে।” তিনি আরও দাবি করে বলেন, “পুলিশ ব্যারিকেড না করলে তৃণমূলকে হটিয়ে মনোনয়ন দেওয়ার ক্ষমতা আমাদের ছিল। পুলিশের অনুরোধে মঙ্গলবার মনোনয়ন জমা দিচ্ছি।”
Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
সোমবার পালসিট স্টেশনের কাছে প্রায় আধ ঘণ্টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করেন CPIM কর্মীরা। নির্বাচন কমিশন যখন সুস্থ ভাবে নির্বাচন পরিচালনা করার কথা বলেছে, তখন সবে মাত্র মনোনয়ন ঘিরেই এত অশান্তি কিভাবে হচ্ছে, সেই নিয়েই এখন প্রশ্ন তুলছে বিরোধীরা। আর পূর্ব বর্ধমানের ঘটনা এই প্রশ্নকে দৃঢ় করছে আরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *