Panchayat Election 2023 : সায়ন্তিকার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১২ BJP কর্মী, আন্দোলনের পথে গেরুয়া শিবির – twelve bharatiya janata party workers arrested for sayantika banerjee car attacked incident


তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি নেতা কর্মী। সোমবার তাঁর গাড়িতে আক্রমণের ঘটনা ঘটে বাঁকুড়ায়। সোমবার রাতেই ১২ জন করে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Sayantika Banerjee TMC : সায়ন্তিকার কনভয়ে হামলা, উড়ে এল ইট! অক্ষত তৃণমূলের তারকানেত্রী?
সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু করে বিজেপি। কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট আটকে পড়ে বিজেপির সেই বিক্ষোভে।

Panchayat Election 2023 : মনোনয়ন দাখিলের তৃতীয় দিনেও এগিয়ে BJP, তীব্র কটাক্ষ তৃণমূলকে
সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর শ্লোগান ও বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি। পাইলট গাড়ি ঘুরিয়ে অন্যপথে যাবার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা।
পাইলট গাড়িতে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। পাইলটের গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। পুরো ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কের সামনেই। এই ঘটনায় সোমবার রাতে ১২ জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।

Panchayat Election 2023 : মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে রণক্ষেত্র বাঁকুড়া, জখম BJP কর্মী
অন্যদিকে, সায়ন্তিকার পাইলট কার ভেঙেছে তৃনমুলের লোকেরাই বলে অভিযোগ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহার। তিনি বলেন, ” গতকাল জয়পুরে আমাদের কার্য কর্তারা নমিনেশনর জন্য যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের আমাদের নেতাদের উপর হামলা করা হয়। মারধর করা হয়।”
বিষয়টি নিয়ে তাঁরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান বলেন, ” কালকে সায়ন্তিকার গাড়িতে হামলা চালানো হয়। ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ১২ জনকে গ্রেফতার করেছি।” এই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

WB Panchayat Election: ‘সায়ন্তিকার দাদাগিরি মেনে নেব না’, পালটা ফোঁস সৌমিত্রর

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই অশান্তি লেগে রয়েছে বাঁকুড়া জেলার একাধিক জায়গায়। বিজেপি প্রার্থীদের নমিনেশন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে দুদিন রাস্তায় বসে আন্দোলন করতে দেখা গেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। অন্যদিকে, জেলায় বিজেপি অশান্তি করছে বলে দাবি করা হয় তৃণমূলের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *