Soumendu Adhikari : রক্ষাকবচ চেয়ে আদালতে সৌমেন্দু! ‘নতুন’ আশঙ্কায় শুভেন্দুর ভাই – soumendu adhikari moves to calcautta high court demanding safeguard


ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় চলছে মনোননয় প্রক্রিয়া। এর মধ্যেই আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। নতুন করে মিথ্যে মামলায় তাঁকে জড়ানো হতে পারে এই ‘আশঙ্কা’ থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন সৌমেন্দু।

বিজেপি নেতার দাবি, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ১২টি এফআইআর রয়েছে। দল তাঁকে নির্বাচনে বেশ কিছু এলাকার দায়িত্ব দিয়েছে। সৌমেন্দুর আশঙ্কা, নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। এই অবস্থায় নতুন করে তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কা থেকে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

Calcutta High Court: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই হামলা, নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ২ কংগ্রেস নেতা
সৌমেন্দুর দাবি, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। যাঁর কোনও খবরও তিনি পাবেন না। সেই কারণে রক্ষাকবচ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা সৌমেন্দুকে মামলায় দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে বুধবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগদানের পর সৌমেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। তৃণমূলে থাকাকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। সেই সময় সাংসদ কোটার টাকা থেকে শুরু করে রাঙামাটি শ্মাশনে দুর্নীতি, সবকিছুতে সৌমেন্দুর জড়িত থাকার অভিযোগ তোলে তৃণমূল। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুকে একাধিকবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ।

Kaliyaganj Case High Court : বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ, কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ও গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। ২০২২ এর ডিসেম্বর মাসে শুভেন্দুকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নিষেধ সত্ত্বেও সেই সময় শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়।

Calcutta High Court : ১০ বছরের লড়াই, আমনার ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সৌমেন্দুর বিরুদ্ধে শ্মশান দুর্নীতি মামলা নিয়ে প্রতিনিয়ত সুর চড়ায় তৃণমূল। তাঁর দাদা শুভেন্দুকেও শাসকদলের আক্রমণের মুখে পড়তে হয়। কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কাঁথির রাঙামাটি শ্মশানের উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকীা শ্মশানে থাকা বেআইনি স্টলও বিক্রির অভিযোগ ওঠে। সৌমেন্দুকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানায় আদালত। সম্প্রতি অভিষেকের সিবিআই জেরার প্রসঙ্গে ভাইয়ের হেনস্থা নিয়ে মুখ খোলেন শুভেন্দুও। তাঁর দাবি ছিল অকারণে তাঁর ভাইকে থানায় ডেকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হতো। এখন সৌমেন্দুর মামলা ও আবেদন নিয়ে আদালত কী জানায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *