Suvendu Adhikari : ‘ভোট হলেই মমতা হারবেন…’, মনোনয়ন জমার মিছিল থেকে হুংকার শুভেন্দুর – suvendu adhikari attacks mamata banerjee from the nomination procession ahead of panchayat election


Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝাল আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ‘নো ভোট টু মমতা’ শ্লোগানের পাশাপাশি ‘রক্ত দেব নন্দীগ্রামে তৃণমূলের চোরেদের জায়গা দেব না’ বলে নন্দীগ্রামে আন্দোলনের সুর চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার চতুর্থ দিনে নন্দীগ্রাম -২ ব্লকের BJP মনোনীত প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা করতে যাওয়ার পথে মিছিলে শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেন৷

West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র
তিনি জানিয়েছেন, “নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টা আমরা দখল করব। বাকি ৫ টা ত্রিশঙ্কু হবে। সেটা পরে আমরা দখল করব”। এদিন বাদ্যযন্ত্র সহকারে মিছিল করে নন্দীগ্রাম – ২ ব্লক অফিসের অদূর পর্যন্ত যান BJP কর্মী সমর্থকরা। তারপর নিয়ম মেনে BJP-র মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা করে যান।

Panchayat Election : পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই ধাক্কা! শুভেন্দু গড়ে BJP পর্যবেক্ষকের তৃণমূলে যোগদান
এদিন শুভেন্দু আরও বলেন, “যেখানেই ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন৷ নো ভোট টু মমতায় আস্থা রাখছেন সাধারণ মানুষ”। সেই সঙ্গে তিনি বলেন, “দক্ষিন ২৪ পরগনা জেলার অনেক জায়গাতেই বিরোধীদের মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূলের কর্মীরা। আমরা সব দেখছি। সব নজর রাখছি। এতটাই ওদের মধ্যে হারার ভয় যে মনোনয়ন জমা করতে দিতেও ভয় পাচ্ছে।

Suvendu Adhikari Panchayat Election : ‘বাংলায় গণতন্ত্রের হত্যা…’, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরব শুভেন্দু
এর ফল ওরা পরের লোকসভা ভোটে টের পাবে। লোকসভা ভোটে মানুষ ওদের বিরুদ্ধে ভোট দিয়ে সব সুদে আসলে মিটিয়ে দেবেন”। গত দু’বছর ধরে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

WB Panchayat Election 2023 : পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট? কমিশনকে বিকল্প দিন প্রস্তাব আদালতের
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেল শুভেন্দু অধিকারীরা। পালটা জবাব দেন শুভেন্দু। নব জোয়ার কর্মসূচিতে এসে শুভেন্দুকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমে ওঠে কথার লড়াই।

Panchayat Election 2023: রাজ্যপাল-কমিশনার সাক্ষাৎ, মনোনয়নপত্র জমার ভিডিয়োগ্রাফি করার পরামর্শ বোসের
একদিনে পঞ্চায়েত ভোট করার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এটা তো মৃত্যুকে ডেকে আনা। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে’।

হুঙ্কার পালটা হুঙ্কারে ক্রমেই বাতাস ভারী হয়ে উঠেছে নন্দীগ্রামের। শান্তিপূর্ণ মনোনয়ন পেশ হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল অনেকেরই মনে। আর আজ মঙ্গলবার নিজে উপস্থিত হয়ে দলের প্রার্থীদের মনোনয়ন জমা করালেন শুভেন্দু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *