Suvendu Adhikari : শুভেন্দুর কনভয় দুর্ঘটনায় মৃত্যু মামলা, কেন্দ্র-রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের – calcutta high court says state and central government to submit report on suvendu adhikari convoy accident case


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ইসরাফিল খান নামে এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর ঘটে এই ঘটনা। এই ঘটনার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টের দরজা অবধি। রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আজ সেই মামলায় পরবর্তী শুনানির দিন রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি কেন্দ্রকেও আরও একটি রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই।

WB Panchayat Election 2023 : পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট? কমিশনকে বিকল্প দিন প্রস্তাব আদালতের
মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ‘এই ঘটনার পর প্রথমে গাড়ির চালককে গ্রেফতার করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা ছিল। জামিনের পরেই তাঁকে নতুন করে জামিনঅযোগ্য ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হয়। তার আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। পরের দিন জামিন পান চালক।’

শুভেন্দু অধিকারীর আইনজীবী আরও বলেন, ‘২০২১ থেকে লাগাতার হাইকোর্ট নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের যোগাযোগ রাখতে। কী করে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়? কনভয়ে কী ভাবে সাইকেল ঢুকল, তা খতিয়ে দেখা উচিত। এই পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে এই তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়ার আবেদন জানাচ্ছি।’

Calcutta High Court: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই হামলা, নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ২ কংগ্রেস নেতা
অন্যদিকে রাজ্যের আইনজীবী বলেন, ‘নিরাপত্তা দেওয়া যেমন রাজ্যের কাজ, তেমন নিয়ম মেনে নিরাপত্তা নেওয়াটাও সংশ্লিষ্ট ব্যক্তির কাজ। সেটা ওঁর ক্ষেত্রে কখনই হয় না। লিড সিকিউরিটি মোবাইল গাড়ি পরিবর্তন করে দ্রুত গতির গাড়ি দেওয়া হবে। তবে কনভয়ের যাওয়ার বিধি মেনে যেতে হবে।’

১৭ মে এই মামলার শুনানি চলাকালীন আদালত রায় দিয়েছিল যে, এই মামলা তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

West Bengal Panchayat Election : মামলার পর কি দিন বাড়ছে মনোনয়নের? পঞ্চায়েত ভোট নিয়ে কমিশন জানাবে সোমবার
অন্যদিকে চণ্ডীপুরের ভৈরবপুরের বাসিন্দা ইসরাফিল খানের মৃত্যুর পর শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতাকে একযোগে আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত দম্ভ ও অহংকার, যে একজন মানুষকে গাড়ি পিষে চলে যাওয়ার পরও বিরোধী দলনেতা কনভয় থামাননি।’ হাইকোর্ট আগামী শুনানির দিন এই মামলার তদন্ত নিয়ে কী রায় দেয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *