WB Panchayat Election Nomination: মনোনয়নেই রণক্ষেত্র ভাঙড়! গুলিবিদ্ধ ১ ও গুরুতর আহত আরও ৩ ভর্তি আর জি কর হাসপাতালে – four people injured one had a bullet injury admitted in rg kar hospital due to bhangar bombing amid panchayat nomination


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নেই ভয়ঙ্কর অশান্তি, হিংসার ছবি ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই অল্প বিস্তর অশান্তির ছবি ধরা পড়েছিল, কিন্তু মঙ্গলবার আইএসএফ কর্মীদের মনোনয়ন পেশের সময় যেন সব বাঁধ ভেঙে গেল। মঙ্গলবার সকাল থেকেই থেকেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। মুড়ি মুড়কির মতো বোমাবাজি ও গুলি চলার ঘটনায় আহত বেশ কয়েকজন। তার মধ্যে এক জনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। তাঁর নাম বাহাউদ্দিন মোল্লা। বয়স ২৬। গুলিবিদ্ধ তরুণ সহ আহত চার জনই কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙড়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটবৃষ্টি, কাচের বোতল বৃষ্টির মুখে পড়ে পুলিশ কর্মীদেরও আহত হওয়ার খবর মেলে।

Arabul Islam Bhangar: আরাবুলের ছেলের গাড়ি থেকে বোমা উদ্ধার! ISF-এর ঘাড়ে দায় ঠেলল তৃণমূল

মঙ্গলবার সকাল থেকে বিডিও অফিস চত্বরে আইএসএফ কর্মীদের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বোমাবাজি দিয়ে অশান্তির সূত্রপাত। দিন শেষেও উত্তেজনায় ফুটছে ভাঙড়। এরই মধ্যে এদিন ঘটকপুরে হয় অভিষেকের নবজোয়ার যাত্রা কর্মসূচিও। দিনভর অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত সাত থেকে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপক্ষই জানিয়েছেন তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ। যদিও পুলিশের পক্ষ থেকে একজনেরই গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে।

Bhangar South 24 Parganas: অভিষেকের নবজোয়ারের দিনই রণক্ষেত্র ভাঙড়, মনোনয়ন ঘিরে বোমাবাজি-গুলি বিডিও অফিসের কাছে

এদিন তৃণমুল নেতা আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীর গাড়ি ও বাইক ভাঙচুর করার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে বলে অভিযোগ। বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক প্রাণে বাঁচতে আশ্র‍য় নেন একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন লাঠিচার্জের সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও নমিনেশনের কাজ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Arabul Islam : ‘মারপিট করতে না করেছি…’, ISF নিয়ে ‘ভোলবদল’! শান্তির বার্তা আরাবুলের

নওশাদ সিদ্দিকির অভিযোগ,” বিরোধীরা যাতে নমিনেশন জমা দিতে না পারে তার জন্য পরিকল্পনা করে হামলা চালিয়েছে তৃণমূল। আমরা কর্মীদের আইন মেনে চলার কথা বলেছি। আজকের হামলায় যারা দোষী তাদের বিরুদ্ধে কমিশন ও প্রশাসন ব্যবস্থা যাতে নেয় তার দাবি জানাচ্ছি।”

Sukanta Majumdar : ‘বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া…’, আরাবুলের ছেলের গাড়িতে বোমা উদ্ধারের ঘটনায় খোঁচা সুকান্তর

ভাঙড়ের বিধায়কের অভিযোগ অস্বীকার করে এলাকার দাপুটে নেতা আরাবুল ইসলাম বলেন, ”নওশাদ সিদ্দিকি ভাঙড়কে অশান্ত করতে বিভিন্ন জায়গা থেকে অপরাধীদের নিয়ে এসেছিল মনোনয়ন জমা করতে। আজকের ঘটনায় প্রমান হয়ে গেল নওশাদ সিদ্দিকিই একজন দুষ্কৃতী।” বহু তৃণমূল কর্মী আহত ও গুলিবিদ্ধ বলে দাবি করেছেন আরাবুল ইসলাম। এদিন তাঁর ছেলের গাড়িতে বোমের উপস্থিতি নিয়েও উত্তাল হয় রাজ্য রাজনীতি।
Panchayat Election 2023 : ISF প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অশান্তি বারাসতে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *