West Bengal Panchayat Election 2023 Nomination filing chaos at Bhangar


দেবারতি ঘোষ: অগ্নিগর্ভ ভাঙড়। বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। ভাঙড়ে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ। মনোনয়নে আইএসএফ-কে বাধা। আইএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক আইএসএফ নেতা আহত। রণক্ষেত্র ভাঙড়ে উদ্ধার হল গাড়ির ড্যাশবোর্ডেও বোমা।

৩টি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। আইএসএফ কর্মীরা ঘিরে রেখেছে সেই গাড়িগুলি। খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকি ব্লক-২ এর বিডিও অফিসে বসে রয়েছেন। আইএসএফ কর্মীদের অভিযোগ, এই ৩টি গাড়িতে রাখা ছিল বোমা। একটি গাড়িটি হাকিমুল ইসলামের। আইএসএফ কর্মীদের অভিযোগ, একটি গাড়ি আরাবুল ইসলামেরও। এই গাড়িগুলিতে করেই আনা হয়েছিল বোমা। যে গাড়ির ড্যাশবোর্ডে বোমা উদ্ধার হয়েছে, সেটির মালিক মহম্মদ হাকিমুল ইসলাম।

আইএসএফ কর্মীদের সাফ কথা, প্রতিবাদে মুখর হয়েই তারা আজ মনোনয়ন দাখিল করবেন।নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন করাচ্ছেন নওশাদ সিদ্দিকি। বলা ভালো, বিডিও অফিসের দুদিকে দুই পক্ষ। একদিকে আইএসএফ কর্মীরা। আরেকদিকে তৃণমূল কর্মীরা। মাঝখানে বিডিও অফিস, পুলিস ও RAF। তবে এখনও পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিতে পেরেছেন, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন, Panchayat Election 2023: তৃণমূলকে হারাতে মরিয়া বিরোধী; মনোনয়ন জমা বাম, কংগ্রেস-বিজেপি জোট প্রার্থীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *