উত্তর দিনাজপুরে ঘাসফুল শিবিরে বড় ভাঙন, কংগ্রেসের হাত ধরলেন একাধিক TMC নেতা – Trinamool Congress Leader Join Congress Before Panchayat Election 2023


পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি। দলে টিকিট পাওয়া নিয়ে ক্ষোভের কারণেই দলত্যাগ বলে জানা গিয়েছে। বুধবার TMC ছাড়লেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাদ বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতার। তৃণমূল কংগ্রেস ছাড়া তাঁরা যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। ঘটনায় শোরগোল জেলা জুড়ে।

Panchayat Election : ছেলের পছন্দের প্রার্থীকে সমর্থনে &amp#39;না&amp#39; মা-এর, রাগে ধারালো অস্ত্রের আঘাতে খুন!
বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। দল ছাড়ার আগে অনুগামীদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আকতার। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন জাভেদ আকতার।

Uttar Dinajpur News : &amp#39;তৃণমূলের গুণ্ডারা ভোট লুট করলে মানুষ লাঠি নিয়ে তাড়াবে…&amp#39;, হুঁশিয়ারি BJP নেতার
তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে এখানে। তিনি টাকা দেননি৷ তাই তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ পঞ্চায়েত নির্বাচনের বাকী আর কিছুটা দিন৷ তারই মধ্যে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলে এই বড়সড় ভাঙনে রীতিমতো অস্বস্তিতে শাসক দল৷
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে জানিয়েছেন, “এর আগে দল ওনাদের টিকিট দিয়েছিল এবং সহ সভাধিপতির মত পদও দিয়েছিল। এবারে দল ওনাদের টিকিট দেয়নি বলে অন্যদলে চলে গেলে কিছু বলার নেই।”

Wb Panchayat Election Nomination: মনোনয়নের পঞ্চমদিনেও অশান্ত ভাঙড়-ক্যানিং, বাঁশ-লাঠি নিয়ে তাণ্ডব
বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর জানান, তৃণমূল দলটা এখন চোরদের দল হয়ে গিয়েছে। এখানে সৎ, প্রতিবাদী মানুষগুলো থাকতে পারবে না। এদের দলের লোকজন সহ্য করতে পারছে না। কারণ, এইসব প্রতিবাদী মানুষ দলে থাকলে তারা চুরি করতে পারবেন না। সেই কারণেই দল ছেড়ে তাঁরা কংগ্রেসের হাত ধরেছে।

Panchayat Election : নন্দীগ্রামে ‘ঘাসফুল’ ছেড়ে ‘হাত’ ধরলো শতাধিক পরিবার!

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই একাধিক জেলায় টিকিট পাওয়া অসন্তোষ জানিয়ে বিভিন্ন স্তরের নেতৃত্বরা শাসক দল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এর আগে মালদা জেলাতেও একাধিক তৃণমূল কর্মী দলত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন। গত মে মাসে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে অনেকে কংগ্রেসে যোগদান করেছেন। এই দলত্যাগ আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাব ফেলবে কিনা তা পরিষ্কার হবে আগামী ১১ জুলাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *