Betting Factory Cluster : দুমাসেই রাজ্যে শুরু হবে বাজি-কারখানার কাজ, জেলায় জেলায় বিশেষ ‘হাব’ও – betting factory work will start in two months


এই সময়: কলকাতা ও দার্জিলিং বাদে রাজ্যের অন্যান্য জেলায় মাস দুয়েকের মধ্যেই শুরু হবে বাজি-কারখানার ক্লাস্টার বানানোর কাজ। পাশাপাশি বাজি বিক্রির জন্য জেলাগুলিতে বিশেষ ‘হাব’ বানানোরও পরিকল্পনা রয়েছে রাজ্যের। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাজি প্রস্তুতকারীদের সংগঠনের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাজি ক্লাস্টারগুলি দ্রুত তৈরি করার লক্ষ্যে প্রস্তুতকারকদের জমি, সহজ শর্তে ঋণ-সহ নানা সহায়তাও করবে সরকার।

WB Panchayat Election: ভোটের মুখে ভেট! বাংলাকে কেন্দ্রের প্রায় ৯ হাজার কোটি ‘উপহার’
সম্প্রতি রাজ্যের কিছু জায়গায় বেআইনি বাজি কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণের পরই নিরাপত্তায় জোর দিয়েছে সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে ক্লাস্টারের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডের আমন্ত্রণে মঙ্গলবারের বৈঠকে ছিলেন সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি-সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। পরে সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ‘৬ একর জমির উপরে এক একটি ক্লাস্টার হবে। ১৫ টি করে সংস্থা থাকবে সেখানে।

One District One Product : ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নীতি গ্রহণ সিকিমের
প্রতিটি ক্লাস্টার তৈরির জন্য দেড় কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ১০ শতাংশ অর্থ সংস্থাগুলিই ভাগাভাগি করে দেবে। বাকি ৯০ শতাংশের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে সরকার।’ কেউ চাইলে নিজেদের জমিতেও কারখানা বানাতে পারে। সে ক্ষেত্রেও ৬ কাঠা জমি লাগবে। কারখানা করতে হলে ‘ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রির্সাচ ইনস্টিটিউট (নিরি)’-এর প্রশিক্ষণ বাধ্যতামূলক।

Engineering Course : প্রযুক্তিতে থাক মনেরও যোগ, নতুন পাঠ দেশে
এ দিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রে খবর। তা হলো, নিরি থেকে পাওয়া সার্টিফিকেট, লোগো ও রেজিস্ট্রেশনের নথি জেলাশাসকের দপ্তরে জমা দিলে তবেই লাইসেন্স পাবে বাজি প্রস্তুতকারক সংস্থা। এ ভাবে ‘সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স’-এর ব্যবস্থা করা হলো।
পাশাপাশি, প্রতিটি জেলায় তৈরি হবে বাজি বিক্রির ‘হাব’। কলকাতায় ই এম বাইপাস লাগোয়া জমিতে বাজি হাব তৈরির পরিকল্পনা রয়েছে। শিলিগুড়িতেও তা বানানোর চিন্তাভাবনা আছে সরকারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *