এবার এই প্রসঙ্গিত কোনও সমস্যার সমাধান করবে ‘ব্লাডলাইন প্লাস’ অ্যাপ। হাসাপাতালের ২০ কিলোমিটারের মধ্যে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করতে চান তাঁদের খুঁজতে সাহায্য করবে অ্যাপটি।
প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে। নিমেষেই গোটা বিশ্বকে মুঠোর মধ্যে এনে দেয় প্রযুক্তি। এবার এই তালিকায় নয়া সংযোজন ‘ব্লাডলাইন প্লাস’ অ্যাপ।
ঠিক কী জানা যাচ্ছে?
এই উদ্যোগটি নিয়েছে শহরের রোটারি ক্লাব। জানা গিয়েছে, অ্যাপ ব্যবহার করে যদি রক্ত পেতে চান গ্রাহকরা সেক্ষেত্রে তাঁকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
এরপর করতে হবে রেজিস্ট্রার। রোটারি ইন্টারন্যাশানাল ক্লাবের ২০২১-২২ সালের প্রেসিডেন্ট শেখর মেহতা বলেন, “কলকাতার প্রায় ২০ হাজার রক্তদাতার তথ্য আমাদের ডেটাবেসে রয়েছে। এর আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের রক্তদানের ব্যবস্থা করা হত। কিন্তু, এই অ্যাপ মারফত যাঁদের রক্তের প্রয়োজনীয়তা রয়েছে তাঁদের অত্যন্ত সুবিধা হবে।”
কীভাবে কাজ করবে এই অ্যাপ?
শহরের কোনও হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তির যদি ‘ও পজিটিভ’ রক্ত প্রয়োজন হয় এবং তিনি যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে তা না পাওয়া যায় সেক্ষেত্রে এই অ্যাপে লগ ইন করে নিজের চাহিদা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া যাবে। এরপর সেই নির্দিষ্ট ব্লাড গ্রুপের রক্তদাতাদের কাছে যাবে নোটিফিকেশন।
সেক্ষেত্রে রক্তদাতারা সাহায্যের জন্য এগিয়ে আসবেন। স্বাভাবিকভাবেই এই অ্যাপের ফলে উপকৃত হবেন বহু মানুষ, এমনটাই মনে করছেন গ্রাহকরা। চলতি বছরের শুরুর দিকেই এই অ্যাপটি চালু করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রক্তের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অসংগঠিত গ্রুপ গড়ে উঠেছিল। কিন্তু, সেই গ্রুপগুলিকে সামনে রেখে কিছু কিছু ক্ষেত্রে সাইবার প্রতারণার ফাঁদও পাতা হয়েছে, সম্প্রতি এই ধরনের কিছু ঘটনা সামনে এসেছিল।
কিছু ফেক প্রোফাইল ব্যবহার করে রক্তের চাহিদা সম্পর্কিত ভুয়ো তথ্য সরবরাহের ঘটনা নিয়ে অতীতে ঘটেছে। এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা সতর্কও করেছেন।