Digha Beach : দিঘায় পার্কিং নিয়ে বড় সিদ্ধান্ত, মিটল দীর্ঘদিনের দাবি – special parking zone for fish carts made in digha beach


Digha Tourism : পূর্ব মেদিনীপুর জেলার দিঘা রাজ্যের একটি অন্যতম পর্যটনস্থল। সেই সঙ্গে মাছ চাষের সব থেকে বড় ক্ষেত্রও বলা যেতে পারে। এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। আর মাছের আমদানি রফতানির সূত্রে প্রতিদিন প্রায় প্রচুর মাছের গাড়ি ঢোকে এই এলাকায়। কিন্তু এত বছর ধরে এই গাড়ি চালকদের মহা ঝামেলায় পড়তে হত গাড়ি রাখা নিয়ে। পাওয়া যেত না পার্কিং বা ঠিকঠাক রাখার জায়গা। যত্রতত্র গাড়ি রাখার কারণে রাস্তায় লেগে যেত যানজট। সেই সঙ্গে জরিমানাও দিতে হত পুলিশকে।

Digha Beach : ‘কমপ্লেন বক্স’ থেকে পাওয়া গেল ইঙ্গিত! বদলে গিয়েছে দিঘা?
সেই কারণে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ ও এই গাড়ি চালকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আলাদা পার্কিংয়ের। বহু বছর পরে মিটল তাঁদের সেই দাবি। দিঘা মোহনায় মাছের গাড়ি রাখার নির্দিষ্ট পার্কিং এলাকা গড়ে তোলা হল। এর পিছনে অবদান রয়েছে দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের।

Digha Beach: ঢেউ-ভোরের পর এবার দিঘার নতুন আকর্ষণ সূর্য সাগর, অপেক্ষা কতদিনের?
এখানে প্রায় ১০০ টির বেশি মাছের গাড়ি রাখা যাবে বলে জানা গিয়েছে। গত ৭ই জুন এই পার্কিং জোনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রনবকুমার কর। প্রায় ১ লাখ ২০ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই পার্কিং লট গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডারস অ্যাসোসিয়েশন।

Digha Beach : চকোলেট খাইয়ে সচেতনতার বার্তা! দিঘা ট্রাফিক পুলিশের বাইক র‍্যালিতে বড় চমক
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ই জুন থেকে ফের মাছ ধরার মরশুম শুরু হচ্ছে। এর আগে দু’মাস ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। আর ১৫ই জুনের আগেই এই পার্কিং জোন চালু হয়ে যাওয়ায় বেজায় খুশি এই ব্যবসার সঙ্গে জড়িত সকলেই। দিঘা মোহনায় রাজ্যের বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্রগুলির মধ্যে একটি রয়েছে।

Digha Beach : দিঘায় এবার গোয়ার স্বাদ! পর্যটকদের জন্য বিশেষ জলযান
এখানে প্রতিদিন প্রায় কোটি কোটি টাকার মাছের ব্যবসা চলে। আশেপাশের বিভিন্ন এলাকার সামুদ্রিক মাছ এই নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়। এছাড়াও পাশের রাজ্য ওডিশা থেকে প্রচুর গাড়ি এসে এখানে ভিড় করে। এবার থেকে এই পার্কিং লট শুরু হয়ে যাওয়ায় আর পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হবে না বলে জানান স্থানীয় এক মাছের গাড়ি চালক।

Digha Sea Beach : দিঘা সৈকতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ!

বলেন, “এর আগে বিভিন্ন জায়গায় পার্কিং করতে গিয়ে অনেকবারই পুলিশকে মোটা টাকা জরিমানা দিতে হয়েছে। এবার সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল”। এই পার্কিং জোনের জন্য দিঘায় গাড়ি নিয়ে আসা পর্যটকদেরও অনেক সুবিধে হবে বলে জানান স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *