ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গতকাল চতুর্থ দিনে বোলপুর ব্লকের সাত্তোর গ্রাম পঞ্চায়েতে CPIM-এর হয়ে মনোনয়ন পত্র জমা করেছিলেন প্রার্থী আসিফা বিবি। CPIM-এর অভিযোগ, শাসকদল মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছিল। মনোনয়ন প্রত্যাহার না করায়, তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়।
মারধর করে। জখম হন তিনজন কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাত্তোরে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাড়ুই থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। CPIM প্রার্থী আসিফা বিবি জানান, “যেদিন থেকে ঠিক হয়েছে আমি ভোটে দাঁড়াবো, সেদিন থেকেই হুমকি আসছিল।
মনোনয়ন জমা দেওয়ার পরে আবার হুমকি দেওয়া হয়। বলা হয় মনোনয়ন তুলে নিতে। আমি তুলিনি। তাই মঙ্গলবার আমার বাড়িতে হামলা করা হয়, বোমা ছোঁড়া হয়। আমি এবং আমার দলের দুই কর্মীর এতে আঘাত লেগেছে। এই হামলার পিছনে তৃণমূল রয়েছে”। যদিও শাসক দলের হামলা বা চাপের কাছে কোনওমতেই নতিস্বীকার করবেন না বলে জানিয়েছেন আসিফা বিবি।
যদিও বোলপুরের স্থানীয় এক তৃণমূল নেতা এই ধরনের কোনও ঘটনার কথা অস্বীকার করেছেন। বলেছেন, “এই ধরনের কোনও বোমাবাজির ঘটনায় তৃণমূল কর্মীরা যুক্ত নন। বোমাবাজি তো অনেক দূরের কথা, কাউকে হুমকিও দেওয়া হয়নি।
CPIM মনগড়া কথা বলছে। আসলে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সেটা ধামাচাপা দিতে তৃণমূলের নাম ব্যবহার করা হচ্ছে”। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ।
আর বিগত কয়েকমাসে বেশ কয়েকবার তাজা বোমা উদ্ধার করা হয়েছে এই এলাকা থেকে। এসব বোমা এভাবে বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের বাড়িতে হামলা করার জন্যই মজুদ করা হচ্ছিল কিনা, এখন এই হামলার পরে সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।