Rath Yatra 2023 : মায়াপুরের ছোঁয়া বাঁকুড়াতেও! প্রথমবার গড়াবে ইসকনের রথের চাকা, প্রস্তুতি জোরকদমে – for the first time the wheel of iskcon chariot will roll in bankura good news


ISKCON : এবার মায়াপুরের ছোঁয়া বাঁকুড়া জেলাতেও। প্রথমবার ইসকনের রথের চাকা গড়াবে বাঁকুড়া শহরে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁকুড়ার একটি বেসরকারী আই.টি.আই কলেজে ২৬ ফুট উচ্চতার এই রথ তৈরির কাজ চলছে। তবে বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনে ২৬ ফুট উচ্চতার এই রথকে ১২ ফুটেও নামিয়ে আনা যাবে বলে জানা গিয়েছে। ইসকন কর্তৃপক্ষের তরফে গুরু গৌর সুন্দর দাস এই বিষয়ে বলেন, “বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের উদ্যোগে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে।

Rath Yatra 2023 : রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম! কত কোটি টাকা ব্যয়ে পুরীতে মহোৎসব?
২০শে জুন লালবাজারে শহরের বিশিষ্ট জনদের উপস্থিতিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন হবে। পরে সেই রথ লালবাজার থেকে মাচানতলা, কলেজ মোড়, চাঁদমারিডাঙ্গা, ভৈরবস্থান, লোকপুর হয়ে রাজগ্রামে ‘মাসির বাড়ি’তে পৌঁছাবে। সেখানেই আগামী সাত দিন শ্রী শ্রী জগন্নাথদেবকে ৫৬ ভোগ নিবেদন সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে ‘গুণ্ডিচা উৎসব’ পালিত হবে”।

Puri Rath Yatra : নিষিদ্ধ ড্রোন! মন্দিরের সুরক্ষায় RAF, রথযাত্রার আগে নিরাপত্তার ঘেরাটোপে জগন্নাথধাম
তিনি আরও জানান, “সবশেষে ২৮শে জুন উলটো রথের দিন শ্রী শ্রী জগন্নাথ দেব রসগোল্লা উৎসব ও আলিঙ্গন উৎসব শেষে ওই পথেই লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘে ফিরে আসবেন”। বাঁকুড়ার এই রথযাত্রায় অসংখ্য ভক্তের পাশাপাশি বিদেশী ভক্তরাও যোগ দেবেন বলে জানানো হয়েছে।

Amarnath Yatra 2023 : বাদ চাউমিন-চকোলেট, অমরনাথে তীর্থযাত্রীদের কোন কোন খাবারে নিষেধাজ্ঞা?
বাঁকুড়া শহরে দুটি রথ চললেও ইসকনের এই রথ নিয়ে বাঁকুড়া বাসীর উন্মাদনা তুঙ্গে। বাঁকুড়া জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এই শোভাযাত্রা দেখতে মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ভিড় সামলাতে প্রচুর পুলিশ মোতায়ন করা হচ্ছে। ইসকনের এই রথযাত্রা ছাড়াও আরও দুটি রথ বেরোবে এবার জেলায়।

Dwarakadhish Temple : ‘বিপর্যয়’-এর মুখে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের চূড়ায় উড়ল দু’টি ধ্বজা, কোন অশনী সংকেতের আভাস?
শহরের চক বাজার শ্যামসুন্দর জিউ রথ কমিটি ও পাঠক পাড়া, ব্যাপারিহাট রথ কমিটির উৎসব ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। সকলেই অপেক্ষায় রয়েছেন কখন সেই পরিচিত মুহূর্তের সাক্ষী হতে পারবেন৷

Jagannath Temple Mystery : ধ্বজা ওড়ে হাওয়ার বিপরীতে, পড়ে না চূড়ার ছায়াও! আজও রহস্যে মোড়া পুরীর জগন্নাথ মন্দির
পাঠক পাড়া, ব্যাপারিহাট রথ কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ১২১ বছরের পুরনো রথ এটি। রথটি খারাপ হয়ে যাওয়ায় ২০০৮ সালে তা পুনর্সংস্কার করা হয়৷ পাঠক পাড়া মন্দির থেকে বিগ্রহ এনে রথে চাপিয়ে সারা শহর পরিক্রমা করা হয়। এবারও তাই করা হবে।

২০২০ সাল থেকে করোনা মহামারির কারণে টানা দু’বছর বন্ধ ছিল রথযাত্রা। ২০২২ সাল থেকে ফের আবার তা চালু হয়। এবার আগের বারের থেকেও বেশি মানুষদের ঢল দেখা যাবে জেলায়, এমনটাই মনে করছে রথ কমিটিগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *