Recruitment Scam : ফের শিক্ষাসচিবকে তলব CBI-র! নিজামে হাজিরা দেবেন মণীশ জৈন? – wb education secretary summoned by cbi to nizam palace


নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ফের রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে মণীশকে তলব করেছে সিবিআই। আগেও একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন এই আইএএস অফিসার। সূত্রের খবর তাঁকে এসএসসির উপদেষ্টা কমিটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই নিয়ে শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Partha Chatterjee : ‘যা বলেছেন আদালতের পক্ষে অপমানজনক’, আলিপুরে পার্থকে কড়া ধমক বিচারকের
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। একাধিকবার প্রকাশ্য পার্থকে দাবি করতে শোনা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত কোনও বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতেন না। তদন্তকারীদের জেরার মুখে পার্থ জানিয়েছেন, তাঁকে শিক্ষা দফতরের তরফে যে ফাইল পাঠানো হতো, তিনি শুধু তাতে সই করতেন। সেই নিয়ে মণীশকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আরও একটি সূত্রে দাবি এসএসসির উপদেষ্টা কমিটি নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আগেই এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছে সিবিআই। উপদেষ্টা কমিটির একাধিক সদস্য সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিবিআই শিক্ষাসচিবকে তলব করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মণীশ নিজামে যান কি না সেটাই এখন দেখার।

Kalighater Kaku : দুর্নীতি নিয়ে জিজ্ঞাসার মুখে ‘কালীঘাটের কাকু’র জামাই
নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। সেই পার্থই মঙ্গলবার আদালতে আইনজীবী মারফত আদালতের জামিনের আবেদন করেন। এর পাশাপাশি আদালতের কথা বলার সুযোগও চাইলেন জেলবন্দি বেহালা পশ্চিমের বিধায়ক।

শারীরিক অসুস্থতার কথা বলে মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজের নির্দেশ দিয়েছে বিচারক। পার্থকে আগামী ২৭ জুন অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক।

CBI Raid : সিবিআই নজরে কাউন্সিলাররাও
সিবিআইয়ের ‘মাস্টারমাইন্ড’ শব্দে আপত্তি রয়েছে পার্থর। আইনজীবী মারফত আদালতের পার্থ বলেন, ‘এইসব কেন বলা হচ্ছে? আমারও অনেক কিছু বলার রয়েছে।’ মঙ্গলবার জেলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্থে না বলে দাবি করেন তিনি পার্থর জামিনের আবেদন করেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে বলেও দাবি করেন তাঁর আইনজীবী। কিন্তু শুনানির পর আলিপুর বিশেষ সিবিআই আদালতে পার্থর জামিনের আবেদন খারিজ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *