পঞ্চায়েত নমিনেশন জমা শেষ হতে এখনও একদিন বাকি। পঞ্চম দিনে চরমে ওঠে উত্তেজনা। আগামী কয়েকদিন জেলার শান্তি -শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে পূর্বাভাস করা না গেলেও আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
গত এক সপ্তাহ ধরে লাগাতার তাপপ্রবাহের পরিস্থিতি জেলায়। পারদ ৪০ ছুঁইছুঁই। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গ তাপপ্রবাহ অব্যাহত। রবিবারের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তাতে তাপমাত্রায় প্রভাব তেমন পড়েনি। গত দুদিন গরম সামান্য কম অনুভূত হলেও এদিন সকাল থেকেই জ্বালাধরা গরম। বেলা বাড়তেই চাঁদিফাটা রোদে বাড়ে অস্বস্তি। তবে এদিন বিকেল থেকে দু-একপশলা বৃষ্টি নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
শুধু বুধবারই নয়, আগামী চার-পাঁচদিন এই জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮। আগামী কয়েকদিনে রাজনৈতিক উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়তে পারে জেলার উত্তাপও।
তবে এটি বর্ষার বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা না থাকলেও রাজনৈতিক ক্ষেত্রে পারদ আরও চড়বে বলেই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই চলছে বৃষ্টি। তাঁর জেরে স্বস্তিদায়ক বঙ্গের উত্তরের আবহাওয়া।