WB Panchayat Election 2023: পরিবর্তনের এপিসেন্টারেই TMC বনাম TMC! গোষ্ঠীদ্বন্দ্বে নন্দীগ্রামে পার্টি অফিসে তালা লাগাল তৃণমূল – some trinamool congress party workers locked their own party office amid panchayat election nomination


পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই শাক দিয়ে ঢাকা মাছ বেরিয়ে পড়ল বাইরে। পরিবর্তনের এপিসেন্টার নন্দীগ্রামেই গোষ্ঠীদ্বন্দ্বে নাজেহাল জোড়াফুল শিবির। নন্দীগ্রামে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই তৃণমূলের পার্টি অফিসে তালা লাগানোর জল্পনা শোনা গেল বুধবারে। বিধানসভায় ভরাডুবির পর থেকেই সংগঠনে চিড়। পঞ্চায়েতের আগে সেই চিড় বেসামাল।

WB Panchayat Nandigram : মমতার নির্বাচনী এজেন্টকে ‘বাদ’ তৃণমূলের! নন্দীগ্রামে ‘নির্দল’ হয়ে লড়াই সুফিয়ান অনুগামীদের

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের পরই নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক দিক থেকে দুর্বল হতে শুরু করে। এবং ক্রমশ তখনই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। এক সময় তৃণমূল সুপ্রিমোর কাছের মানুষ ও ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানের সঙ্গে দলের দূরত্ব বাড়তে থাকে। পঞ্চায়েত ভোট আসার সঙ্গে সঙ্গে সেই দূরত্ব প্রকাশ্যে এসে পড়ে। নির্বাচন কমিটিতে তাঁকে রাখা হয়নি, পঞ্চায়েত নির্বাচনে তাকে প্রার্থী করা হচ্ছে না এমনটা আশঙ্কা থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুগামীরা। দলের কাছে তাঁর গ্রহণ যোগ্যতা বোঝাতে, তাঁর অনুগামীদের দিয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়াতে থাকেন। রাজনৈতিক মহলের ধারণা, এই পদক্ষেপ শুধুমাত্র দলের উপর চাপ সৃষ্টি করার জন্য ।

Panchayat Election 2023 : প্রার্থী অপছন্দ হওয়ায় নেতৃত্বকে কার্যালয়ে বন্দী TMC কর্মীদের, উত্তেজনা উলুবেড়িয়ায়

এমতাবস্থায় মঙ্গলবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন এবং বৈঠক করেন, তারপরই জেলা পরিষদের প্রার্থী হিসেবে বুধবার নাম উঠে আসে শেখ সুফিয়ানের। জেলা পরিষদ প্রার্থী করা নিয়ে জোর উত্তেজনা সৃষ্টি হয় দলের নেতা কর্মীদের মধ্যে।শেখ সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থী করা যাবে না। এই অভিযোগ তুলে নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা। নন্দীগ্রামের তৃণমূল নেতা শামসুর আলম খানকে জেলা পরিষদের টিকিট দিতে হবে। যদি দেওয়া না হয় তাহলেও আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় শামসুর আলম খানকে লোকজন। হাতে আরও একটি দিন রয়েছে। এখন দেখার জেলা পরিষদের প্রার্থীতে কে এগিয়ে থাকে। নন্দীগ্রামে তৃণমূল স্তরে এই সমস্যা নিয়ে রাজ্য রাজনীতিতে বড় ঝড়।

Panchayat Election Updates: ‘তৃণমূলে যোগ না-দিলে গুলি করে হত্যা বিধায়ককে’! ‘মাও’ পােস্টার?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *