WB Panchayat Election Nomination: মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে পুলিশ! অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দাসে – bankura indus bjp worker complain that police stopped them from nomination submission


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার পঞ্চমদিন। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির চিত্র। উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। মনোনয়ন জমা নিয়ে সরগরম বাঁকুড়ার ইন্দাসও। এবার বিজেপিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। বুধবার বাঁকুড়ার ইন্দাসে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বাধার মুখে গেরুয়া শিবির।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এদিন দলের বিধায়ক নির্মল কুমার ধাড়ার নেতৃত্বে বিজেপি প্রার্থীরা ইন্দাস বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান নিজে হাতে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেন। পুলিশের এই ভূমিকায় বিজেপি নেতৃত্বের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

WB Panchayat Election 2023 : বিজেপি প্রার্থীদের গাড়িতে সুতলি বোমা! ইন্দাসে শোরগোল, আটক ৮

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি, বাঁকুড়ার এসডিপিও নিজে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন। লাঠি চার্জ করছেন। বিষয়টি তাঁরা নির্বাচন কমিশনকে জানাবেন বলে তিনি জানান।

অন্যদিকে, বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খানের দাবি, বিজেপির লোকেরাই পুলিশের উপর হামলা চালিয়েছে। তাই পুলিশ তাদের আটকেছে বলে তিনি দাবি করেন।

Saumitra Khan : ‘মনোনয়নের নামে প্রহসন…’, ইন্দাসে BDO অফিসের সামনে বিক্ষোভ সৌমিত্র খাঁয়ের

অন্যদিকে, এদিন সকালেই বাঁকুড়ার ইন্দাসে বোমার ব্যাগ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই ব্যাগ ভর্তি বোমা। পাটরাইয়ের দিক থেকে বাঁকুড়ার ইন্দাসে যাচ্ছিল গাড়িটি। ইন্দাস থানার পুলিশের হাতে দুই গাড়ি চালক সহ মোট আটজন আটক।

Panchayat Election : মনোনয়নে মার, পালটা মারে চড়ছে ভোট-পারদ

মনোনয়নে বিশৃঙ্খলা তৈরি করতেই ওই বোমগুলি নিয়ে যাচ্ছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলায় বাইরে থেকে বোমা আনার খবর ছিল। সেই মতোই নাকা চেকিং আরও বাড়ানো হয়। সেই নজরদারিতেই এদিন সুতলি বোম ভর্তি ব্যাগগুলি উদ্ধার হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *