WB Panchayat Poll : জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে কমিশন – west bengal state election commission moves to calcutta high court on nhrc observer appointment


পঞ্চায়েত ভোটে অশান্তি হতে পারে বলে আগেই সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। ভোট ঘোষণার পর মনোনয়ন পর্বে বিস্তীর্ণ এলাকায় অশান্তির ছবি ধরা পড়েছে। এর মধ্যে পর্যবেক্ষক পাঠাবে বলে জানায় জাতীয় মানবাধিকার কমিশন। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের আদৌ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অধিকার রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছে রাজ্য নির্বাচন কমিশন। এই মর্মে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অনুমতি চায় নির্বাচন কমিশন। আদালত মামলায় দায়ের অনুমতি দিয়েছে বলেই জানা গিয়েছে। আগামিকাল বা পরশু এই মামলার শুনানি হতে পারে যেতে পারে। আদালত এখন এই নিয়ে কী পর্যবেক্ষণ দেয়, সেটাই এখন দেখার।

West Bengal Panchayat Election : ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে বড় রায় হাইকোর্টের
৮ জুন ভোট ঘোষণা হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েতে মনোনয়নে জমায় সময়সীমা বৃদ্ধি, অনলাইন মনোনয়ন ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সহ একাধিক দাবি জানানো হয় আদালতের কাছে।

সোমবার শুনানির দিন আদালত মনোনয়নের সময়সীমা বৃদ্ধির পরামর্শ দেয় নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি ৮ জুলাইয়ের পরিবর্তে ১৪ জুলাই পঞ্চায়েত ভোট করার পরামর্শ দেয় আদালত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কোনওভাবেই ২০১৮ সালের মতো পঞ্চায়েত নির্বাচন হতে দেওয়া যাবে না।

Panchayat Election Calcutta High Court: মাত্র সাতটা জেলায় কেন কেন্দ্রীয় বাহিনী? পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন বিরোধীদের
বুধবারই কলকাতা হাইকোর্ট এই নিয়ে রায় ঘোষণা করে। বিরোধীদের দাবি কার্যত মেনে নিয়ে রাজ্যের সাতটি জেলাকে চিহ্নিত করে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্ট আরও জানিয়ে দেয়, যে যে এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনী দেওয়া সম্ভব নয়, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালত ঘোষিত পূর্ব নির্দেশিকা মেনে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করতে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্মীদের নিরাপত্তা দায়িত্বও কমিশনকে নিতে হবে বলে জানিয়েছে আদালত। এর পাশাপাশি সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

WB Panchayat Election: ‘ভোটে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নয়, মনোনয়ন জমা দেওয়ার সময় অপর্যাপ্ত’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের
আদালত জানিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। কলকাতা হাইকোর্ট মনোনয়নের দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি পর্যবেক্ষণে পঞ্চায়েত নির্বাচন ও ভোটে অনলাইন মনোনয়নের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *