West Bengal Panchayat Election : জোর কা ঝটকা! কংগ্রেসে যোগ বহিষ্কৃত তৃণমূল নেতার, আলিপুরদুয়ারে আলোড়ন – pasang lama expelled tmc leader joins congress amid panchayat election


২০২১ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল। সব থেকে বেশি ফল খারাপ হয় আলিপুরদুয়ারের। পাঁচটি আসনের সবকটিতেই জেতেন বিজেপি প্রার্থীরা। এবার সেই আলিপুরদুয়ারের শাসকদলকে চমকে দিয়ে কংগ্রেস যোগ দিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা পাশাং লামা।

বুধবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিলেন কালচিনি ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি পাশাং। এদিন বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গে ২ জন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ২১ জন পঞ্চায়েত সদস্য ও ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্যও এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

Panchayat Election 2023 : নির্বাচনের প্রাক্কালে চওড়া ফাটল! মালদায় ৪০০ কর্মীর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান
২০২১ বিধানসভা নির্বাচনের পর একাধিক অভিযোগে পাশাংকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে আগামিকাল মনোনয়ন জমা দেবেন পাশাং লামা। বহিষ্কৃত তৃণমূল নেতার কংগ্রেসে যোগদানের পর স্বাভাবিকভাবে এই এলাকায় কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের যোগদানের পর পাশাং বলেন, ‘আমার বিষয়ে সবাই সব জানে। ১৯৯৯ সালে প্রথমবার লড়ে আমরা তৃণমূলের হয়ে পঞ্চায়েতে জিতেছিলাম। আমি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে কাজ করেছি। পুরো বাংলা আমার পরিবার। জেলা পরিষদে আমার ভাগ্নি দাঁড়াচ্ছে। দল আমাকে যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড়াব। দলের কথা শুনেই কাজ করব। কাজ করার জন্য আমাদের কোনও পদ লাগবে না। জঙ্গলের আশীর্বাদে কাজ করব।’

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল! হাওড়ায় ১ হাজার বিরোধী সমর্থকের যোগদান তৃণমূলে
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এর থেকে বেশি আমি কিছু বলব না। তৃণমূলে আমার বিরোধী থাকলেও শুভানুধ্যায়ীরাও রয়েছেন। সাড়ে চার মাস আমি জেল খেটেছিলাম। তৃণমূল বদলা নয়, বদল চাই স্লোগান তুলেছিল। কিন্তু এখন কংগ্রেসের হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করব। আমরা চাই আজ হোক বা ছমাস পর, আলিপুরদুয়ারে ১ লাখ লোক নিয়ে দলের সমাবেশ করতে।’

West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র

২০২২ সালের প্রথম দিকে আলিপুরদুয়াররে মাদারিহাট বীরপাড়া থেকে পাশাংকে গ্রেফতার করে পুলিশ। পাশাংয়ের বিরুদ্ধে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে কাঠ চুরি করে বিক্রির অভিযোগ ছিল। আলিপুর দুয়ারের প্রশাসনিক বৈঠকে নাম না করে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) পাশাংকে গ্রেফতারির নির্দেশ দেন। সেই নির্দেশের পরই তাঁকে গ্রেফতার করা হয়। পাশাং কংগ্রেসের হয়ে এখন কী প্রভাব ফেলেন সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *