West Bengal Panchayat Election : ঠাকুরবাড়িতে জুতো পড়ে কেন্দ্রীয় বাহিনী? প্রতিবাদে মিছিল করে ‘ধিক্কার’ মতুয়াদের একাংশের – matua community protest for central force allegedly entered thakurbari temple wearing shoes


কেন্দ্রীয় বাহিনী জুতো পড়ে ঠাকুরবাড়ির মন্দিরে প্রবেশ করেছে – এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করল মতুয়াদের একাংশ। এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে গোটা ঠাকুরনগর জুড়ে এই মিছিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একদিকে পঞ্চায়েত নির্বাচন আর এক দিকে ঠাকুনগর বিতর্ক। দুই ইস্যু সমান্তরাল চলছে ঠাকুর নগরে বিগত কয়েকদিন ধরে। এবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উঠে এল নয়া ইস্যু। কেন্দ্রীয় বাহিনী কেন জুতো পরে ঠাকুর বাড়িতে প্রবেশ করল? এই ইস্যুকে সামনে রেখে ধিক্কার মিছিল মতুয়া সম্প্রদায়ের এক পক্ষের।

Dilip Ghosh : &amp#39;কালীঘাট মন্দিরে কতবার গিয়েছেন…&amp#39;, অভিষেকের ঠাকুবাড়ির সফর নিয়ে বিস্ফোরক দিলীপ
কেন্দ্রীয় সরকারের সি আর পি এফ মন্দিরে জুতো পড়ে প্রবেশ করার প্রতিবাদে ধিক্কার মিছিল। গত রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়ি মন্দিরে কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ জওয়ান জুতো পড়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে এমনই অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তার প্রতিবাদেই ঠাকুরনগরের ধিক্কার মিছিল করল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এদিন তারা কালো ব্যাচ পড়ে ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে মিছিল শুরু করেন।

Abhishek Banerjee : &amp#39;৩ মাস পর ফের ঠাকুরবাড়িতে আসব, ক্ষমতা থাকলে আটকান&amp#39;, খোলা চ্যালেঞ্জ অভিষেকের
এদিন মিছিল ঠাকুরনগর বাজার ঘুরে ফের ঠাকুরবাড়িতে এসে শেষ হয়। মিছিল থেকে শান্তনু ঠাকুরকেও ধিক্কার জানানো হয়। তার বিরুদ্ধে স্লোগান তোলা হয়। এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, “আজ ঠাকুরবাড়ি থেকে ধিক্কার মিছিল শুরু হল আগামীকাল বনগাঁয় হবে। পরবর্তীতে রাজ্যজুড়ে এই প্রতিবাদ ধিক্কার মিছিল হবে।”
রাজনৈতিক পরিমণ্ডলে বর্তমানে ঠাকুরবাড়ির অন্দর মহলও দুই ভাগে বিভক্ত। একদিকে, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া সমাজ, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের নেতৃত্বে বিরোধী গোষ্ঠী। ঠাকুর বাড়ির উত্তাপ আরও বাড়ে গত ১১ তারিখ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরকে কেন্দ্র করে।

Abhishek Banerjee News: ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানায় শান্তনু ঠাকুর
ঠাকুরবাড়ির মূল মন্দিরে সেদিন ঢুকতে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে অভিযোগ। দুই দলের বচসার মাঝে সেদিন মূল মন্দিরে প্রবেশ করে যান শান্তনু ঠাকুর। ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। উল্লেখ্য, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সুরক্ষার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী।

North 24 Parganas: ‘ধিক্কার’! কালো পতাকা! অভিষেক পৌঁছনোর আগেই বিক্ষোভ মতুয়াগড়ে!

সেদিন শান্তনু ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জুতো পড়ে মন্দিরে ঢুকে অন্যায় করেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা। এখানেই শুরু বিতর্ক। বিষয়টি নিয়ে আগেই টুইট করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দিয়ে টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানান অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *