West Bengal Panchayat Election 2023 : ‘দলে জায়গা হবে না…’, উত্তরবঙ্গে নির্দল সংকটে হুঁশিয়ারি রাজীবের – trinamool congress leader rajib banerjee warns independent candidates for upcoming panchayat election


টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াল দল ফিরেও তাকাবে না। নবজোয়ার কর্মসূচিতে একাধিক জায়গায় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাই মনে করিয়ে দিলেন উত্তরবঙ্গের তিন জেলার দায়িত্বে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
যাঁরা নির্দল থেকে দাঁড়াতে মনোনয়ন তুলছেন বা নির্দল হিসেবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দিতা করবেন তাঁদের তৃণমূলে কোনও জায়গা নেই। প্রার্থী নিয়ে জেলা সভাপতির বাড়িতে মঙ্গলবার রাতে কর্মীদের ক্ষোভের পর বুধবার জলপাইগুড়িতে এসে একথাই বললেন উত্তরের তিন জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন মন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায়।

Panchayat Election 2023 : প্রার্থী নিয়ে অসন্তোষ! জলপাইগুড়িতে ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের
তিনি বলেন, “তৃণমূল অনেক বড় একটি দল। আর এই কারণে এই দলে একটি আসনের জন্য একাধিক প্রার্থীর নাম উঠে আসাটা অবাক হওয়ার মতো নয়। বিরোধীদের প্রতিটি আসনে একটি করে প্রার্থী জোগাড় হচ্ছে না।” পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল নিয়ে সাফাই দিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তরের তিন জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্ধপোধ্যায়।

Jalpaiguri News : পানীয় জলে সমস্যায় ভুটান সীমান্তে অবরোধ চা শ্রমিকদের, দুর্ভোগে দুই দেশের যাত্রীরা
বুধবার জলপাইগুড়ির লাটাগুড়িতে তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপের বাড়িতে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তিনি দাবি করেন, কেউ যদি নির্দল হিসেবে নমিনেশন তুলে থাকেন বা নির্দল হিসেবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেন তার তৃণমূল দলে কোনো জায়গা থাকবে না।
পাশাপাশি জলপাইগুড়ি জেলার নির্বাচনের পর বিরোধীদের অস্তিত্ব থাকবে না বলেও দাবি করেন তিনি। গতবারের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Jalpaiguri Weather : স্বস্তির ঝড়-বৃষ্টিই ডেকে আনল বিপদ! ময়নাগুড়িতে মাঠে কাজে গিয়ে বাজ পড়ে মৃত কৃষক
প্রসঙ্গত, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেস ছাড়েন রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। প্রধান সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন বলে জানা যায়। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলত্যাগ করেন তিনি। যদিও টিকিট পাওয়া যাবে না বলেই তাঁদের দলত্যাগ বলেই জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

WB Panchayat Election: প্রার্থী না-পসন্দ! রাতের অন্ধকারে নেতার বাড়ি চড়াও!

জেলার অনেকাংশেই তৃণমূলের টিকিট না পেয়ে অন্য দলের প্রতীকে বা নির্দল প্রার্থী হিসাবে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায়। যদিও নির্দল প্রার্থী হিসাবে ভোট দাঁড়ালে তাঁকে কোনওমতেই দলে ফেরত নেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *