West Bengal Rain : ৫ জেলাতে তুমুল বৃষ্টির পূর্বাভাস, বিকেল হলেই কলকাতায় হাওয়া বদল? – north bengal districts may witness heavy rainfall today few districts of south bengal to witness heat wave


বর্ষা প্রবেশ করল, কিন্তু স্বস্তি মিলল কই! উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ! কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাতও। কলকাতায় কি বিকেলে ঝড়-বৃষ্টি? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় গরম বাড়তে পারে। দিনভর বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। বিকেলের দিকে হতে পারে বৃষ্টিপাত। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

Darjeeling Weather Today Rain : দার্জিলিঙে তাপপ্রবাহের সম্ভাবনা, আজ ৩ জেলায় স্বস্তির বৃষ্টি
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের অস্বস্তি এখনই কাটছে না। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। পাশাপাশি এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এবং দক্ষিণ ২৪ পরগনাতে।

Rainfall Forecast : ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, ছুটির দিনে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা!
আগামী তিন দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে থাকছে তাপপ্রবাহের সম্ভাবনা। অর্থাৎ অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ফলে আগামী চার দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

Rainfall Forecast : অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি! রবিবার ঝেঁপে বৃষ্টি কলকাতায়
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে অতি ভারী বৃষ্টি। নীচের দুই জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

Jhargram Weather: তীব্র দাবদাহে জ্বলছে মেদিনীপুর-ঝাড়গ্রাম, কবে আসবে স্বস্তি জানাল?আবহাওয়া দফতর
চলতি বছর কেমন হবে বর্ষা?
অ্যাল নিনোর প্রভাব কি পড়বে চলতি বছর! তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও মৌসম ভবনের তরফে কিছুটা স্বস্তি দিয়ে জানানো হয়েছে, এই বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা। এই ঘোষণা স্বাভাবিকভাবেই কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। উল্লেখ্য, কিছু কিছু বিদেশি মডেল দাবি করছিল অ্যাল নিনোর প্রভাবে এই বছর স্বাভাবিক হবে না বর্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *