জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। তবে দু’দিন পিছিয়ে গেল ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) বহু প্রতীক্ষিত নির্বাচন। আগামী ৬ জুন নির্বাচন আয়োজিত হবে। সেইদিনই নির্বাচনের ফল প্রকাশ হবে বলে জানা গিয়েছে। ফেডারেশনের কার্যকরী কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহেশ মিত্তল কুমারকে। তবে এই নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি (BJP) সাংসদ তথা সংস্থার বর্তমান সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য অংশ নিতে পারবেন না। সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ব্রিজভূষণের ঘনিষ্ঠরা ভোটে লড়বেন কিনা, সেদিকে নজর রয়েছে।
বুধবার ফেডারেশনের নির্বাচন (Wrestling Federation Election) সংক্রান্ত নিয়মাবলি প্রকাশিত হয়েছে। আগামী ১৯ থেকে ২২ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ১ জুলাই পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সবমিলিয়ে ৫০টি ভোট পড়বে। কোন রাজ্যের প্রতিনিধি ভোট দিতে পারবেন, সেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে ভোট দেওয়ার অনুমতি দেবেন তিনি।
আরও পড়ুন: Sourav Ganguly: কোন তারকা অলরাউন্ডারকে টেস্ট দলে দেখতে চাইছেন সৌরভ? জানতে পড়ুন
আরও পড়ুন: Rishabh Pant Health Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষভ, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
সবমিলিয়ে ১৫টি পদে নির্বাচন হবে জানা গিয়েছে। সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি বেছে নেওয়া হবে চারজন সহ সভাপতিকে। এছাড়াও সচিব, কোষাধক্ষ্য, দু’জন অতিরিক্ত সচিব ও পাঁচজন কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচিত করা হবে।
যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গত কয়েক মাস ধরেই সরব কুস্তিগীররা। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাইছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)-ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-বজরং পুনিয়ারা (Bajrang Punia)। পাশাপাশি সভাপতির পদে একজন মহিলাকে চাইছেন মহিলা কুস্তিগীররা। তাঁদের দাবি, সেক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা যেমন এড়ানো সম্ভব, তেমনই যাবতীয় সমস্যা আরও ভালোভাবে ব্যক্ত করতে পারবেন তাঁরা। তাই এমন প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের ক্রীড়া মহল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)