Adivasi Bandh In West Bengal : শুনশান রাস্তা! বাস চলাচল ব্যাহত, আদিবাসীদের ডাকা বনধের প্রভাব বালুরঘাটেও – along with other districts adivasi bandh is being observed in south dinajpur


Dakshin Dinajpur : সারনা ধর্ম কোড স্বীকৃতি ও লাগু সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ১২ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন সকাল ছ’টা থেকে বনধ পালিত হচ্ছে। বনধের কারণে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস চলাচল করছে না। বন্ধ রয়েছে শহরের বেশির ভাগ দোকানপাট। এদিকে বেসরকারি বাস চলাচল না করলেও সরকারি বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল করছে। তবে সরকারি বাসেও যাত্রী সংখ্যা হাতে গোনা।

Adivasi Bandh In West Bengal : কুড়মি আন্দোলনের মাঝেই জেলায় ১২ ঘণ্টার বনধ, চরম সমস্যায় সাধারণ মানুষ
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এবং শহরে পুলিশ টহল দিচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধের প্রভাব কতটা থাকে তা এখন দেখার। এদিকে সকাল থেকে বনধের প্রভাব বালুরঘাটে দেখা গেলেও কোনও বনধ সমর্থনকারীকে রাস্তায় দেখা যায়নি।

Bangla Bandh : আদিবাসী সংগঠনের ডাকে শুরু বাংলা বনধ, ব্যাহত জনজীবন
এদিকে বেসরকারি বাস চলাচল না করার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে পিকেটিং করে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।

Adivasi Bandh Today : রাস্তা ফাঁকা-যানবাহনের দেখা নেই, আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বনধে ভোগান্তি
তীর,ধনুক নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পথ অবরোধ করে পিকেটিং করে৷ পিকেটিংয়ে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনালের সহ সভাপতি বিভূতি টুডু সহ অন্যান্যরা। এই বিষয়ে বিভূতি টুডু বলেন, “সারনা ধর্ম কোড স্বীকৃতি ও লাগু সহ একাধিক দাবিতে আমরা যা সারা ভারতে বনধ পালন করছি।

Adivasi Bandh in West bengal : বন্ধ দোকান-বাজার, চলছে অবরোধ! কুড়মি বিরোধী বনধে ‘শুনশান’ একাধিক জেলা
আজকের এই বনধ সরকারকে আমাদের তরফ থেকে একটা বার্তা। আমাদের এই আন্দোলন বহুদিন ধরে চলছে। এরপরেও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা লাগাতার হরতালের দিকে যাব”। সাধারণ মানুষের অসুবিধে হওয়া নিয়ে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

কিন্তু আমাদেরও কিছু নির্দিষ্ট দাবিদাওয়া আছে। যা সবাইকে বুঝতে হবে”। এদিকে, বাস ধরতে আসা এক যাত্রী রানা বর্মন বলেন, “অতটা খেয়াল ছিল না যে আজ বনধ হতে পারে। তাই বাড়ি থেকে একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। কিন্তু এসে দেখলাম একটা বাস চলছে না। এখনও দাঁড়িয়ে আছি যদি একটু বেলার দিকে কোনও বাস চলে। নাহলে বাড়ি ফিরে যাব। এভাবে হঠাৎ বনধ ডাকলে খুবই অসুবিধে হয়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *