Dilip Ghosh : ‘রাজ্যে দুষ্কৃতীরাই ভোট করাচ্ছে’, মনোনয়নে গণ্ডগোল নিয়ে তোপ দিলীপের – dilip ghosh commented about unrest situation over nominations submission ahead of panchayat election


Panchayat Election : রাজ্যে দুষ্কৃতীরাজ, দাপট বেড়ে গিয়েছে। এখন তারাই ভোট করাচ্ছে। বুধবার মনোনয়ন পেশ ঘিরে গণ্ডগোলের জেরে এমনই মন্তব্য করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সারা বছর বোমা বন্দুকের আওয়াজ, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায়। তারাই রাজনীতিকে কন্ট্রোল করে। পুলিশ তাদের গায়ে হাত দেয় না। খুন জখম হচ্ছে, তার কোনও এফআইআর হয় না চার্জশিট হয় না। কেস পর্যন্ত হয় না।

West Bengal Panchayat Election 2023 : মায়ের কর্তব্যে অনড়! একরত্তিকে কোলে নিয়ে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুরের দেবশ্রী
ফলে এই দুষ্কৃতীদের দাপট বেড়ে গিয়েছে। তারাই ভোট করাচ্ছে, নমিনেশন করাচ্ছে। পুলিশ এদের গায়ে হাত দিতে ভয় পায়”। এত সন্ত্রাসের মধ্যেও যে BJP বিপুল পরিমাণে মনোনয়ন জমা করেছে, সেকথা জানাতে ভোলেননি দিলীপ ঘোষ। বলেন, “যেখানে আমাদের করার ছিল আমরা করে ফেলেছি।

Panchayat Election 2023 : মনোনয়ন ঘিরে রণক্ষেত্র বর্ধমান, সিপিএম-তৃণমূল খণ্ডযুদ্ধে আহত একাধিক পুলিশ কর্মী
যে সমস্ত জায়গাগুলো সন্ত্রাসপ্রবণ যেমন বসিরহাট, ভাঙড়, ফলতায় একজন কোনও বিরোধীকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি। বীরভূম, মুর্শিদাবাদ কোচবিহার, মালদা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা গুলোতে সব সময় গণ্ডগোল হয়, এখনও হচ্ছে। বিরোধীদের নমিনেশন ফাইল করার সুযোগ দেওয়া হচ্ছে না।

Panchayat Election 2023 : CPIM কর্মীদের বেধড়ক মারধর-পার্টি অফিস ঘেরাও, ধুন্ধুমার কাণ্ড মিনাখাঁয়
তা না হলে আমাদের প্রায় ৬০ হাজারের কাছাকাছি নমিনেশন হয়ে যেত। সেখানে ৪৬ হাজার ৪৭ হাজারে আটকে গিয়েছে”। আজ মনোনয়ন জমা করার শেষ দিন। সেই নিয়ে তিনি বলেন, “আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। কিছু জায়গায় প্রশাসনিক গণ্ডগোল ছিল। সদিচ্ছার অভাব ছিল।

West Bengal Panchayat Election : ২০১৮-এর স্মৃতি কি ফিরছে? অভিষেকের গড়ে প্রথম দিন নমিনেশন দিতে না পেরে ক্ষোভ বিরোধীদের
কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছে। নইলে ২ লাখ মনোনয়ন পেরিয়ে যেত। আজকের দিনে যদি ব্যবস্থা না করে তাহলে কিছু বলার নেই। তৃণমূল গতকাল করে নিয়েছে। আর কাউকে ঢুকতে দেয়নি। যে সমস্ত জায়গাগুলোতে বিরোধীরা নমিনেশন ফাইল করতে পারেনি সেই সমস্ত জায়গাতে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা করতে হবে যাতে নমিনেশন ফাইল করতে পারে সবাই”।

Panchayat Election 2023 : মনোনয়নে ব্যতিক্রমী ছবি হাবড়ায়! বিরোধীদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তৃণমূল বিধায়ক
প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূলে পদ ছাড়া হিড়িক, টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগ কোচবিহারে। এই নিয়ে দিলীপ বাবু বলেন, “সারা পশ্চিমবাংলায় হবে। আজকের দিনটা দেখতে দিন। এই জন্য আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। বলেছিল ঘোষণা করবে।

Locket Chatterjee : ‘তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলেই সবাই BJP-তে আসবে’, চাঞ্চল্যকর দাবি লকেটের
কিন্তু ঘোষণা করার পর থেকেই পথ ছাড়া, দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। আজ থেকে আবার নির্দল হিসেবে অনেক লোক নমিনেশন করবেন। কাল থেকে শুরু হয়েছিল। পার্টির লোকেরা তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, নির্দলদের নমিনেশন করতে দেয়নি। আজ থেকে দল ছাড়া, পথ ছাড়ার আবার শুরু হবে”।

Locket Chatterjee : ‘মনোনয়নে এগিয়ে BJP, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল’, দাবি লকেটের
তৃণমূলের নমিনেশন একদম শেষ দিনে কেন? এই প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “ওই যে, গণ্ডগোল কম হবে! আজকে গণ্ডগোল হতে হতে নমিনেশন হয়ে যাবে। বাকিরা নমিনেশন করতে পারবেন না। নির্দল নমিনেশন যাতে কম হয় সেজন্য এটা করেছে”।

নব জোয়ারের একদম শেষ দিনে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে দেখা যেতে পারে। এই নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “উনি সবসময় গিয়েছেন। যেখানে একটু কমজোর হয়েছে দল, সেখানেই গিয়েছেন। মালদায় গিয়েছেন, মেদিনীপুরে গিয়েছেন। স্বাভাবিক, হাত ধরে একটু শেখাতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতটা। কেউ যদি শেখে ভালো, ডায়াসের নেতা হয়ে গেলেই সমস্যা”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *