এতদিন এই প্রবীণ নেতা মানস ভুঁইয়ার হাতে ছিল একসঙ্গে জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ দফতরের দায়িত্ব। এদিন নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পরিবেশ দফতরের দায়িত্ব এবার মানস ভুঁইয়ার হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই দায়িত্ব এবার গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিন থেকে শুধু জলসম্পদ উন্নয়ন দফতর সামলাবেন সবংয়ের বিধায়ক।
একুশে বিধানসভা ভোটের পর এই নিয়ে মন্ত্রিসভায় একাধিকবার রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের আগেই ছোট এই রদবদলকে নিয়ে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। জলসম্পদ উন্নয়ন দফতরে দায়িত্ব আগে থেকেই ছিল মানস ভুঁইয়ার হাতে। গত বছর পরিবেশ দফতরের দায়িত্বটি আসে তাঁর হাতে। বছর খানেক আগে পাওয়া দফতরের দায়িত্ব তাঁর হাত থেকে সরিয়ে এবার নিজের হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গেই মুখ্যমন্ত্রীর হাতে দায়িত্ব আরও বাড়ল। বর্তমানে মুখ্যমন্ত্রীর চেয়ারের সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমো সামলান স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, কর্মিবর্গ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক,যোজনা, ভূমি ও ভূমি সংস্কার দফতরের দায়িত্ব সামলান। এবার সেই তালিকায় জুড়ল পরিবেশ দফতর।
তবে কী কারণে এই রদবদল তা এখনও জানা যায়নি। শুধু মানস ভুঁইয়া নয়, রাজ্যের একাধিক মন্ত্রীর হাতেই রয়েছে একাধিক দফতরের দায়িত্ব। অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন সহ একাধিক মন্ত্রী একসঙ্গে সামলান একের বেশি দফতরের দায়িত্ব। তাহলে সেক্ষেত্রে শুধু মানস ভুঁইয়া হাত থেকেই দায়িত্ব সরিয়ে নেওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে একাধিক জল্পনা।